টালা ব্রিজে এই দৃশ্য আর দেখা যাবে না আগামী কিছু দিন।—ফাইল চিত্র।
প্রায় ছ’দশক আগে তৈরি টালা ব্রিজ দাঁড়িয়ে রয়েছে বিপজ্জনক অবস্থায়। যে কোনও মুহূর্তে বড় কোনও অঘটন ঘটে যেতে পারে সেখানে, তাই পুজোর আগেই ব্রিজের উপর দিয়ে যান চলাচলে রাশ টানল রাজ্য পরিবহণ দফতর।
এই মুহূর্তে টালা ব্রিজের উপর তিন টনের বেশি ওজনের গাড়ি যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ছোট এবং পণ্যবাহী গাড়ি চললেও, তার গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের বেশি না রাখার সুপারিশ করা হয়েছে। যাত্রী নিরাপত্তার স্বার্থে পরিবর্তন করা হয়েছে ওই ব্রিজের উপর দিয়ে যাওয়া একাধিক বাসের রুটও।
শুক্রবার রাজ্য পরিবহণ দফতরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, একাধিক বাস এবং মিনিবাসের রুট পরিবর্তন করা হয়েছে। আবার সংক্ষিপ্তও করা হয়েছে একাধিক রুট।
ডব্লিউবিটিসি পরিচালিত যে বাসগুলির রুট পরিবর্তন করা হয়েছে, সেগুলি হল—
পরিবহণ দফতরের ওয়েবসাইটে এই সংক্রান্ত সবিস্তার তথ্যও পাওয়া যাবে।