Kolkata

KMC Election 2021: বুধবার অস্ত্রোপচার হতে পারে বোমায় আহতের

দীপুর সঙ্গে অর্পণ নন্দী নামে জখম হওয়া আরও এক জন চিকিৎসাধীন। অন্য জনকে সে দিনই ছেড়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ০৭:৫২
Share:

বোমায় আহত দীপু দাস। রবিবার, শিয়ালদহে। ফাইল চিত্র।

কলকাতা পুরসভার নির্বাচনের দিন বোমা ফেটে গুরুতর জখম হওয়া ক্যাবচালক দীপু দাসের অস্ত্রোপচার হতে পারে আগামী কাল, বুধবার। দীপু যেখানে ভর্তি রয়েছেন, সেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রের খবর, তাঁর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আজ, মঙ্গলবার সেই সমস্ত রিপোর্ট এলে অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অস্ত্রোপচারে দীপুর বাঁ পায়ের পাতা বাদ যাবে কি না, তা নিয়ে চিন্তায় তাঁর পরিবার।

Advertisement

রবিবার ভোটগ্রহণ চলাকালীন টাকি বয়েজ় স্কুলের সামনে দু’টি বোমা পড়ে। তাতে দীপু ছাড়াও আহত হন আরও দু’জন। সকলকেই এনআরএসে নিয়ে যাওয়া হয়। সেখানে দীপুর সঙ্গে অর্পণ নন্দী নামে জখম হওয়া আরও এক জন চিকিৎসাধীন। অন্য জনকে সে দিনই ছেড়ে দেওয়া হয়।

দীপু এ দিন জানান, তাঁর মেয়ে পূর্ণিমা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আট বছরের ছেলে সোমদীপ দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বৃদ্ধা মা ছাড়াও স্ত্রী এবং এক কাকা রয়েছেন। দীপুর উপরেই সংসার খরচের ভার। দীপুর জখম হওয়ার পর থেকেই ওই পরিবারের সময় কাটছে হাসপাতালে। তাঁর মেয়ে পূর্ণিমা এ দিন বলেন, ‘‘হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে, আয়ের শংসাপত্রের প্রতিলিপি জমা দিতে হবে। সেটার জন্যই এখন ছুটে বেড়াচ্ছি। চিকিৎসকদের অনুরোধ করেছি, কাকু, আমার বাবা গাড়ি চালান। পা না থাকলে পারবেন না। পা-টা শুধু বাঁচিয়ে দিন।’’

Advertisement

অর্পণ ভর্তি রয়েছেন শল্য চিকিৎসা বিভাগে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর পিঠে একটি স্‌প্লিন্টার ঢুকেছিল। রবিবারই সেটি বার করা হয়েছে। সিটি স্ক্যান, এক্স রে-সহ সমস্ত পরীক্ষা করানো হয়েছে। এ দিন ওই যুবক বলেন, ‘‘এখন অনেকটা ভাল আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement