Blast

Bidhannagar Blast: বিস্ফোরণ বিধাননগরের নয়াপট্টি এলাকার জঞ্জালের স্তূপে, গুরুতর আহত দুই শিশু

এই বিস্ফোরণে স্থানীয় দুই শিশু গুরুতর আহত হয়েছে। নয়াপট্টিতে সুইস গেটের কাছে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৪:১৮
Share:

প্রতীকী ছবি।

বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার নয়াপট্টির এক জঞ্জালের স্তূপে বিস্ফোরণ। এই বিস্ফোরণে স্থানীয় দুই শিশু গুরুতর আহত হয়েছে। নয়াপট্টিতে সুইস গেটের কাছে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই জঞ্জালের স্তূপের কাছেই শিশু দু’টি খেলছিল। তখন হঠাত্ই বিকট আওয়াজ শোনা যায়।

Advertisement

নিজস্ব চিত্র

বিস্ফোরণে ফলে জঞ্জালের স্তূপের কাছে থাকা দুই শিশু আহত হয়।

চিকিত্সার জন্য তাদের বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা যে, পুরনো ব্যাটারি ফেটেই এই বিপট্টি ঘটে থাকতে পারে। তবে ব্যাটারি না অন্য কিছু থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement