রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ফাইল ছবি।
শারীরিক অবস্থার সামান্য উন্নতি হল রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। এখন আর একটানা নয়, প্রয়োজন বুঝে দেওয়া হচ্ছে বাইপ্যাপ। প্রাতঃরাশও করেছেন বর্ষীয়ান মন্ত্রী। এসএসকেএম সূত্রে খবর, তাঁর হৃদযন্ত্রে সমস্যা পাওয়া গিয়েছে। মন্ত্রী স্থিতিশীল হলে তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি নিয়ে সিদ্ধান্ত হবে।
মঙ্গলবার সকালে মন্ত্রীর একটানা বাইপ্যাপ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সুব্রতকে সকালে প্রাতঃরাশে পাকা পেঁপে ও ওটস দেওয়া হয়েছিল। মন্ত্রী তা খেয়েছেন। তবে এখনও তিনি ভর্তি রয়েছেন আইসিইউ-তেই।
সুব্রতর হৃদযন্ত্রে সমস্যা পাওয়ায় প্রাথমিক ভাবে চিকিৎসকরা মনে করেছিলেন, যত দ্রুত সম্ভব তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি করাতে হবে। কিন্তু এখন তাঁরা বলছেন তাড়াহুড়োর কিছু নেই। সুব্রত আরও সুস্থ হলে অ্যাঞ্জিয়োগ্রাফির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার শারীরিক পরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওই হাসপাতালেরই আইসিইউ-তে ভর্তি হন তিনি।