J P Nadda

মমতার কেন্দ্রে নড্ডার কর্মসূচি কুরুচিকর, বিজেপি নিজেও গাড়ি ভাঙতে পারে: সুব্রত

ডায়মন্ড হারবারে যাওয়ার পথে শিরাকোল-সহ কিছু এলাকায় নড্ডার কনভয়ে ইটবৃষ্টি হয়। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের তরফে হামলা করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৬:৪৭
Share:

সুব্রত মুখোপাধ্যায়— ফাইল চিত্র।

বৃহস্পতিবার বিজেপি সভাপতি জে পি নড্ডার গাড়ির উপর হামলার ঘটনায় সরকার তদন্ত করে কাউকে দোষী পেলে শাস্তি দেবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সুব্রত বলেন, ‘‘সরকার ওই ঘটনার তদন্ত করে দেখছে। কাউকে দোষী পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে পাশাপাশিই সুব্রত বুধবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে নড্ডার কর্মসূচিকেও কটাক্ষ করেছেন। তাঁর কথায়, ‘‘এটা কুরুচিকর। এর ফলে প্ররোচনা দেওয়া হয়। আমাদের সঙ্গে জ্যোতি বসুর তো অনেক বিরোধ হয়েছে! তাই বলে কি আমরা ওঁর বাড়ির সামনে গিয়ে নাচানাচি করে বিক্ষোভ দেখিয়ে এসেছি? আমাদের দলের নামে কালি লাগাতেই বিজেপি এটা করেছে (ডায়মন্ড হারবারের ঘটনা)। সস্তায় জনপ্রিয় হওয়ার একটা চেষ্টা ছাড়া এটা আর কিছু নয়। নড্ডাদের এই পরিকল্পনার নিন্দা করছি।’’

Advertisement

ওই হামলায় বিজেপি-র শীর্ষনেতাদের গাড়িও ভাঙচুর হয়েছে। সে প্রসঙ্গে সুব্রতের কটাক্ষ, ‘‘ওরা নিজেরাই নিজেদের গাড়ির কাচ ভাঙলেও অবাক হব না।’’

বৃহস্পতিবার বিজেপি সভাপতি জে পি নড্ডার গাড়ির উপর হামলার ঘটনায় সরকার তদন্ত করে কাউকে দোষী পেলে শাস্তি দেবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সুব্রত বলেন, ‘‘সরকার ওই ঘটনার তদন্ত করে দেখছে। কাউকে দোষী পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে পাশাপাশিই সুব্রত বুধবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে নড্ডার কর্মসূচিকেও কটাক্ষ করেছেন। তাঁর কথায়, ‘‘এটা কুরুচিকর। এর ফলে প্ররোচনা দেওয়া হয়। আমাদের সঙ্গে জ্যোতি বসুর তো অনেক বিরোধ হয়েছে! তাই বলে কি আমরা ওঁর বাড়ির সামনে গিয়ে নাচানাচি করে বিক্ষোভ দেখিয়ে এসেছি? আমাদের দলের নামে কালি লাগাতেই বিজেপি এটা করেছে (ডায়মন্ড হারবারের ঘটনা)। সস্তায় জনপ্রিয় হওয়ার একটা চেষ্টা ছাড়া এটা আর কিছু নয়। নড্ডাদের এই পরিকল্পনার নিন্দা করছি।’’

Advertisement

ওই হামলায় বিজেপি-র শীর্ষনেতাদের গাড়িও ভাঙচুর হয়েছে। সে প্রসঙ্গে সুব্রতের কটাক্ষ, ‘‘ওরা নিজেরাই নিজেদের গাড়ির কাচ ভাঙলেও অবাক হব না।’’

বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারে যাওয়ার পথে শিরাকোল-সহ বেশ কিছু এলাকায় নড্ডা, কৈলাস বিজয়বর্গীয়দের কনভয়ে ইটবৃষ্টি হয়। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের তরফে পরিকল্পনামাফিক এই হামলা করা হয়েছে। ঘটনাচক্রে, ডায়মন্ড হারবার পরিচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র।

ওই প্রসঙ্গে সুব্রতর বক্তব্য, ‘‘বৃহস্পতিবার আমাদের ঘোষিত কর্মসূচি ছিল সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ। আমরা খবর পেয়েছি, নড্ডার লোকজন সকাল থেকে নানা রকম ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে প্ররোচনা দিয়েছে। পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটানো হয়েছে।’’ একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দলের কেউ এতে যুক্ত নয়। কিন্তু যদি তদন্তে দেখা যায় দলের কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত, তা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষ করলে শাস্তি পাবে।’’

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের শিলান্যাস এবং ভূমিপূজা করলেন মোদী

একই সঙ্গে সুব্রত টেনে আনেন সম্প্রতি উত্তর বঙ্গে বিজেপি-র উত্তরকন্যা অভিযানের দিন তাদের দলের কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রসঙ্গ। বিজেপি-কে বিঁধে সুব্রতর বক্তব্য, ‘‘বিজেপি-র লোকজন নিজেরাই নিজেদের গাড়ির কাচ ভাঙলে অবাক হব না!’’ ঘটনাচক্রে, ডায়মন্ড হারবার পরিচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র।

আরও পড়ুন: চিনা যোগাযোগ, কর ফাঁকি, জো বাইডেনের ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু

ওই প্রসঙ্গে সুব্রতর বক্তব্য, ‘‘বৃহস্পতিবার আমাদের ঘোষিত কর্মসূচি ছিল সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ। আমরা খবর পেয়েছি, নড্ডার লোকজন সকাল থেকে নানা রকম ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে প্ররোচনা দিয়েছে। পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটানো হয়েছে।’’ একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দলের কেউ এতে যুক্ত নয়। কিন্তু যদি তদন্তে দেখা যায় দলের কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত, তা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষ করলে শাস্তি পাবে।’’

একই সঙ্গে সুব্রত টেনে আনেন সম্প্রতি উত্তর বঙ্গে বিজেপি-র উত্তরকন্যা অভিযানের দিন তাদের দলের কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রসঙ্গ। বিজেপি-কে বিঁধে সুব্রতর বক্তব্য, ‘‘বিজেপি-র লোকজন নিজেরাই নিজেদের গাড়ির কাচ ভাঙলে অবাক হব না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement