সাউথ পয়েন্ট তাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে নিজস্ব স্ট্যাম্প প্রকাশের সঙ্গে পড়ুয়াদের নিয়ে চিঠি লেখার আয়োজন করেছে। —নিজস্ব চিত্র।
প্রতি বছর মায়ের জন্মদিনে মাকে চিঠি লেখে সাউথ পয়েন্ট স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী স্বীকৃতি দাস বিশ্বাস। কিন্তু এ বারই প্রথম সে সেই চিঠি খামে ভরে, তার উপরে স্কুলের নিজস্ব ডাকটিকিট লাগিয়ে ডাক বিভাগের মাধ্যমে মাকে পাঠাচ্ছে। এতে ভীষণ খুশি স্বীকৃতির মা সুহিতা। তিনি বলেন, ‘‘সাউথ পয়েন্ট তাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে নিজস্ব স্ট্যাম্প প্রকাশের সঙ্গে পড়ুয়াদের নিয়ে এই যে চিঠি লেখার আয়োজন করেছে, এটা খুবই ভাল। এ ভাবে ডাক বিভাগের মাধ্যমে তো কখনও মেয়ের চিঠি পাইনি। মেয়ের এই চিঠি আমি সারা জীবন রেখে দেব।’’
চতুর্থ শ্রেণির ছাত্রী মনোঋদ্ধা জানাল, এই প্রথম সে চিঠি লিখে খামে পুরে, ডাকটিকিট সেঁটে মা-বাবাকে পাঠিয়েছে। তার চিঠির বিষয় ছিল, কেন সে সাউথ পয়েন্টে পড়াকে গর্ব বলে মনে করে। ডাকবাক্সে চিঠি ফেলে মনোঋদ্ধার প্রশ্ন, ‘‘কবে বাড়িতে পৌঁছবে এই চিঠি?’’
মঙ্গলবার সাউথ পয়েন্ট স্কুলের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ডাকটিকিট প্রকাশের পাশাপাশি এমন ভাবেই অভিভাবক ও প্রিয়জনকে চিঠি লিখল পড়ুয়ারা। স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, ‘‘স্কুলেই তৈরি করা হয়েছিল অস্থায়ী ডাকবাক্স। পড়ুয়াদের উৎসাহ ছিল দেখার মতো।’’