বিক্ষোভ: বিধি মেনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলার দাবি তুলেছে এসএফআই। বুধবার। নিজস্ব চিত্র
স্বাস্থ্য-বিধি মেনে অবিলম্বে ক্যাম্পাস খোলা-সহ ছ’দফা দাবি নিয়ে রাতভর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থানে বসল সেখানকার এসএফআই ইউনিট। বুধবার ইউনিটের সদস্যেরা কিছু ক্ষণের জন্য কলেজ স্ট্রিট অবরোধও করেন।
এসএফআই বার বারই ক্যাম্পাস খোলার দাবি জানিয়ে আসছে। এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে অনলাইনে। এসএফআইয়ের বক্তব্য, ক্যাম্পাস বন্ধ থাকায় পড়ুয়ারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক পড়ুয়াই অনলাইনে পঠনপাঠনের সুযোগ পাচ্ছেন না। অনেকেরই স্মার্টফোন বা ল্যাপটপ নেই। নেই দ্রুত গতির ইন্টারনেট পরিষেবাও। তাই ক্যাম্পাস খুলে ক্লাস শুরু করাটা জরুরি।
এ দিন একই দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিট বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিছিল করে। এসএফআই নেতা শুভজিৎ সরকার এ দিন বলেন, ‘‘সমস্ত রকম স্বাস্থ্য-বিধি মেনে ক্যাম্পাসে ছাত্র, গবেষক ও শিক্ষকদের অবিলম্বে প্রবেশাধিকার দিতে হবে। লাইব্রেরি, ল্যাবরেটরি এবং অফিসগুলি খুলতে হবে। ধাপে ধাপে ক্লাসরুম-ভিত্তিক পঠনপাঠনকে স্বাভাবিক নিয়মে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে।’’
এ দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাম নেতৃত্বাধীন কর্মচারী সংগঠন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আট দফা দাবিতে লাগাতার অবস্থান শুরু করেছে।