প্রতীকী ছবি
কোভিড পরিস্থিতিতে রাস্তায় সাইকেল আরোহীর সংখ্যা বেড়ে গিয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে প্রতিটি সাইকেলে বিশেষ ধরনের স্টিকার লাগিয়ে দিতে উদ্যোগী হল হাওড়া ট্র্যাফিক পুলিশ। রাস্তায় আলো না-থাকলেও মোটরবাইক বা গাড়ির চালকেরা যাতে সাইকেলের অবস্থান বুঝতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ।
ওই স্টিকারগুলিতে আলো পড়লেই জ্বলজ্বল করবে। ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমবে। আমপানের পরে হাওড়ার বহু রাস্তায় এখনও আলো আসেনি।
বুধবার হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানান, লকডাউনের পরে রাস্তায় সাইকেলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। শারীরিক দূরত্ব বজায় রাখতে এবং যতটা সম্ভব মানুষের সংস্পর্শ এড়িয়ে কর্মস্থলে যাওয়া-আসা করতে অনেকেই এখন সাইকেল ব্যবহার করেছেন। অনেক সময়েই রাতের অন্ধকারে উল্টো দিক থেকে আসা গাড়িচালক সাইকেল-আরোহীদের দেখতে পান না। তখনই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ দিন বিদ্যাসাগর সেতু ট্র্যাফিক গার্ডের তরফে প্রায় ৭০টি সাইকেলে এই স্টিকার লাগানো হয়। সাইকেল আরোহীদের হাতে এ দিন মাস্কও তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এই স্টিকার আরও সাইকেলে লাগানো হবে বলে পুলিশ জানিয়েছে।