ফাইল চিত্র।
চিংড়িঘাটা মোড়ে মেট্রোর দু’টি স্তম্ভ নির্মাণের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। সূত্রের খবর, ওই স্তম্ভ নির্মাণের জন্য চিংড়িঘাটা মোড়ের একটি বড় অংশে যান চলাচল বন্ধ রাখা হবে। এর জন্য দু’দিকের রাস্তা সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, রাস্তা সম্প্রসারিত হলেও তার ফুটপাতের কাজ শেষ হয়নি। স্তম্ভ নির্মাণের জন্য রাস্তা পারাপারেও সমস্যা হতে পারে। তাই পারাপারের নতুন কোনও জায়গা তৈরি করতে হবে।
বুধবার ওই জায়গা পরিদর্শন করেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) সন্তোষ পাণ্ডে এবং বিধাননগর পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা। পুলিশের একাংশের মতে, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর ওই স্তম্ভ নির্মাণ শুরু হলে চিংড়িঘাটা মোড় সংলগ্ন বাইপাসে যানজটের আশঙ্কা রয়েছে। ফুটপাতের কাজ এবং রাস্তা পারাপারের জায়গা তৈরি হলেই স্তম্ভ নির্মাণের জন্য রাস্তা ঘেরাও করে কাজ শুরু হবে বলে কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছেন। লালবাজার সূত্রের খবর, রেলওয়ে বিকাশ নিগমলিমিটেড (আরভিএনএল) চিংড়িঘাটা মোড়ের মাঝখানে স্তম্ভ নির্মাণের কাজ শুরু করার জন্য কিছু দিন আগেই পুলিশকে অনুরোধ করেছিল। তবে পুলিশের তরফে জানানো হয় যে, নির্মীয়মাণ ফুটপাত ও রাস্তা পারাপারের বিকল্প জায়গার সন্ধান শেষ হলেই স্তম্ভ নির্মাণের কাজ শুরু করা যাবে।
নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর জন্য ইতিমধ্যেই চিংড়িঘাটা মোড়ের বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুরনো অফিসটি অন্যত্র সরানো হয়েছে। ওই অফিসের পাশে তৈরি হয়েছে মেট্রোর একটি স্তম্ভ। এ ছাড়াও বাইপাসের উল্টোডাঙামুখী রাস্তার সম্প্রসারণ হয়েছে। সল্টলেকের দিকের খালের উপরেও বানানো হয়েছে নতুন সেতু। তবে সেখান দিয়ে এখনও গাড়ি চলাচল শুরু হয়নি।
পুলিশ সূত্রের খবর, চলতি সপ্তাহে ওই নতুন রাস্তা দিয়ে পরীক্ষামূলক ভাবে গাড়ি চলাচল করানো হবে। তা ঠিকঠাক ভাবে করানো গেলেই দ্রুত চিংড়িঘাটা মোড়ের ওই রাস্তার নির্দিষ্ট অংশ তুলে দেওয়া হবে মেট্রোর নির্মাণকারী সংস্থার হাতে।