Student

বেকবাগান থেকে নিখোঁজ সেন্ট জেভিয়ার্সের মেধাবী ছাত্র

বৃহস্পতিবার কলেজে যাওয়ার নাম করে তিনি হস্টেল থেকে বেরিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ২০:১৮
Share:

ঋষিক কোলের খোঁজ চলছে। —নিজস্ব চিত্র।

উচ্চ মাধ্যমিকে ভাল ফল করার পর কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন ঋষিক কোলে। পদার্থবিদ্যার ছাত্র ঋষিক কয়েক দিন ক্লাসও করেছেন। কিন্তু আচমকাই গত ১ অগস্ট থেকে তাঁর কোনও খোঁজ পাচ্ছেন না পরিবার। তাঁর এই নিখোঁজের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। পরে অবশ্য সিঙ্গুরের রেল লাইনের পাশ থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনিই ঋষিক কি না তা নিশ্চিত হওয়ার জন্য তাঁর বাবা-মাকে ডেকে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

হুগলি জেলার সিঙ্গুরের বাসিন্দা ঋষিক সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার পর থেকে হস্টেলেই থাকতেন। বৃহস্পতিবার কলেজে যাওয়ার নাম করে তিনি হস্টেল থেকে বেরিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, তার মোবাইলের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে বেকবাগানে। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, আগে কখনও কলকাতায় একা থাকেনি ঋষিক। ছোটবেলা থেকেই অঙ্ক ভাল। পরীক্ষায় ভাল ফল করায় স্কুলের শিক্ষকেরা তাঁকে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কলেজে তৃতীয় তালিকায় নাম ওঠে ঋষিকের। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, তিনি হয়তো কলকাতা এসে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না।

নিখোঁজ হওয়ার পর কলেজের তরফে বেনিয়াপুকুর থানায় নিখোঁজের ডায়েরি করা হয়। পুলিশ জানিয়েছেন, ঋষিক ভর্তি হওয়ার পর ২ দিন ক্লাস করেছেন। খুব একটা কারও সঙ্গে কথা বলতেন না। কী কারণে তিনি নিখোঁজ হয়ে গেলেন তা এখনও জানা যায়নি। তবে তদন্তকারীরা কয়েক জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, কলেজে ভর্তি হওয়ার পর থেকে ঋষিক গুমরে থাকতেন। পুলিশ খতিয়ে দেখেছে, কলেজে কোনও ভাবে তাঁর উপর চাপ তৈরি হচ্ছিল কি না। গ্রাম থেকে কলেজে ভর্তি হওয়ায় তাঁর উদ্দেশে কেউ তির্যক মন্তব্য করেছিলেন কি না। আপাতত তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: তসলিমার প্রতি অশ্লীল মন্তব্যের জেরে জোম্যাটো-কাণ্ডের অমিতকে তীব্র আক্রমণ স্বস্তিকার​

আরও পড়ুন: নিম্নচাপের সম্ভাবনা, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement