Accident

খেলতে গিয়ে ৪ বছরের শিশুর গলায় বন্দুকের স্প্রিং, এনআরএস-এ জটিল অস্ত্রোপচারে উদ্ধার

ক্যানিংয়ের বাসিন্দা চার বছরের প্রীতম হালদার খেলতে গিয়ে খেলনা বন্দুকের স্প্রিং গিলে ফেলে। শনিবার বাড়িতে শিশুটি অসুস্থ হয়ে পড়লেও বাড়ির লোকজন বুঝতে পারেননি শিশুটি কী খেয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২০:১৬
Share:

চার বছরের প্রীতম হালদার খেলতে গিয়ে খেলনা বন্দুকের স্প্রিং গিলে ফেলে

Advertisement

খেলনা বন্দুক নিয়ে খেলতে খেলতে তার স্প্রিং এবং ধাতব প্লেট খাদ্যনালীতে আটকে প্রাণসংশয়ের উপক্রম চার বছরের শিশুর। দ্রুত অস্ত্রোপচার করে সেই ধাতব স্প্রিং-সহ খেলনা বন্দুকের অংশ বার করলেন এনআরএস হাসপাতালের ইএনটি চিকিৎসকরা। বর্তমানে স্থিতিশীল রয়েছে ওই শিশু।

ক্যানিংয়ের বাসিন্দা চার বছরের প্রীতম হালদার খেলতে গিয়ে খেলনা বন্দুকের স্প্রিং গিলে ফেলে। ধাতব ওই স্প্রিং আটকে যায় খাদ্যনালীতে। যদিও শনিবার বাড়িতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক ভাবে বাড়ির লোকজন বুঝতে পারেননি শিশুটি কী খেয়েছে। প্রথমে শিশুটির মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্সরে করে কলকাতায় নিয়ে আসার পরামর্শ দেন। কলকাতায় ওঁরা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে আসেন। এই হাসপাতালও এক্সরে করার পর স্থানান্তরিত করে এনআরএস হাসপাতালে। এখানেই জরুরী ভিত্তিতে শিশুটির চিকিৎসা শুরু হয়। আগের দুই এক্সরে রিপোর্ট দেখে শিশুর খাদ্যনালীতে কিছু আটকে রয়েছে বোঝা গিয়েছিল বলে জানান ইএনটি বিভাগের চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়। সাহায্য নেওয়া হয় অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসকদেরও। প্রণবাশিসের কথায়‘‘বেশি দেরি হলে ধাতব ওই স্প্রিং শিশুটির খাদ্যনালী ফুটো করে দিতে পারত। এ ছাড়াও সংক্রমণের আশঙ্কও থাকে।”

Advertisement

তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। শিশুটিকে অজ্ঞান করে খাদ্যনালীতে টিউব ঢুকিয়ে ওই ধাতব বস্তুকে বাইরে বার করা হয়। তখনই পরিষ্কার হয় যে খেলনা বন্দুকের স্প্রিং এবং একটি ধাতব প্লেট আটকে ছিল শিশুটির গলায়। এখন সে বিপন্মুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement