Jagdeep Dhankhar

কার আমন্ত্রণ, কারই বা গ্রহণ, ইডেন, মহারাজ ও রাজ্যপাল ধন্দ

বিধানসভা নির্বাচনের আগে জল্পনা আরও কিছুটা উস্কে দেয় রাজ্যপালের সঙ্গে তাঁর এই সাক্ষাৎকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২২:২৬
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সৌরভ গাঙ্গুলী। ছবি পিটিআই।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাতের পরেই শুরু হল বিতর্ক। বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমে সৌরভ বলেছিলেন, রাজ্যপাল ইডেন গার্ডেন্স দেখার ইচ্ছে প্রকাশ করেছেন তাঁর কাছে। কিন্তু কিছুক্ষণ পরেই রাজ্যপালের টুইটে সম্পূর্ণ উল্টো কথা লেখা হয়েছে। প্রশ্ন উঠছে, ইডেন-দর্শন তা হলে কার ইচ্ছেয় হচ্ছে?

Advertisement

রবিবার বিকেলে আচমকাই রাজভবনে যান সৌরভ। বিজেপির সঙ্গে সৌরভের রসায়ন নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা ছিলই। বিধানসভা নির্বাচনের আগে এই জল্পনা আরও কিছুটা উস্কে দেয় রাজ্যপালের সঙ্গে তাঁর এই সাক্ষাৎকার। বেরনোর সময় সৌরভ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘গত জুলাই নাগাদ বাংলায় এলেও, এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্স দেখেননি রাজ্যপাল। আমাকে সে কথা বলেছিলেন। তাই গিয়েছিলাম। এখন তো প্র্যাকটিস চলছে। আগামী সপ্তাহে ওঁকে ইডেন গার্ডেন্স দেখাব। এ নিয়ে কোনও জল্পনা তৈরি করবেন না।’’

সন্ধে ৬.৩৯ মিনিটে করা রাজ্যপালের টুইট অবশ্য অন্য কথা বলছে। ধনখড় লিখেছেন, ‘আজ ৪.৩০ মিনিটে রাজভবনে ‘দাদা’ এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করলাম। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত দেশের সব থেকে পুরনো ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্সে যাওয়ার জন্য ওর আমন্ত্রণ আমি গ্রহণ করেছি।’’

Advertisement

আরও পড়ুন: সোমবার ক্রিকেট মাঠে একই মঞ্চে থাকতে পারেন দাদা আর অমিত শাহ

এখানেই দু’জনের বক্তব্যের ফারাক তৈরি হয়েছে। আদৌ কে আগে আমন্ত্রণ জানিয়েছেন, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: কৃষক অবস্থানের কাছেই, প্রধানমন্ত্রীকে দুষে আত্মঘাতী পঞ্জাবের আইনজীবী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement