Victoria Memorial

ভিক্টোরিয়ার নাম বদলের দাবি নিয়ে শুরু জল্পনা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০৬:২৩
Share:

ভিক্টোরিয়া মেমোরিয়াল।

কলকাতা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ইতিহাসের নতুন ভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সেই মন্তব্যের প্রেক্ষিতে এ বার জল্পনা শুরু হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের বিষয় নিয়ে। যা নিয়ে সোমবার দিনভর চর্চা চলেছে।

Advertisement

কলকাতা বন্দরের নাম আচমকা বদলে যাওয়া নিয়ে রবিবার থেকেই শুরু হয়েছে বিতর্ক। তার মধ্যেই রবিবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। ইতিহাসের নতুন ভাবে পর্যালোচনা নিয়ে মোদীর বক্তব্যকে স্বাগত জানিয়ে ওই বিজেপি নেতার টুইট— ‘কলকাতায় নমো যে ভাবে ইতিহাসকে নতুন ভাবে পর্যালোচনার কথা বলেছেন, তা স্বাগত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম রানি ঝাঁসি স্মারক মহল করে তিনি সে কথা বাস্তবায়িত করুন’। এর পরেই নামবদল নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছেন, সরকারের পক্ষ থেকে এমন কোনও প্রস্তাব আসেনি। ভিক্টোরিয়ার কিউরেটর-সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘‘এ ব্যাপারে কোনও আলোচনাই হয়নি। এরকম পরিকল্পনার কথাও কেন্দ্রের তরফে জানানো হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement