বিরক্ত হয়ে মেয়র-মামলা ছেড়ে দিচ্ছেন বিচারক!

আদালতেও দু’পক্ষের আইনজীবীদের বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছল যে, তিতিবিরক্ত বিচারকই এই মামলা থেকে অব্যাহতি চাইলেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১২:২৬
Share:

—ফাইল চিত্র।

সংসারে বিরোধ তুঙ্গে ওঠায় বিবাহবিচ্ছেদের মামলা করেছেন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আদালতেও দু’পক্ষের আইনজীবীদের বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছল যে, তিতিবিরক্ত বিচারকই এই মামলা থেকে অব্যাহতি চাইলেন!

Advertisement

সোমবার আলিপুর আদালতের ১৬তম অতিরিক্ত দায়রা বিচারক শান্তনু মিশ্রের এজলাসে শোভনবাবু ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি চলছিল। আদালত সূত্রের খবর, শুনানি চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন দু’পক্ষের আইনজীবীরা। এ দিন এজলাসে হাজির ছিলেন শোভনবাবুও। বিতণ্ডায় বিরক্ত হয়ে বিচারক দু’পক্ষের আইনজীবীদের জানিয়ে দেন, তিনি আর এই মামলা শুনবেন না। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তিনি জেলা বিচারকের কাছে আবেদন জানাবেন।

নভেম্বরে বিবাহবিচ্ছেদ চেয়ে শোভনবাবু আলিপুরের জেলা বিচারকের কাছে মামলা করেন। তার পরে জেলা বিচারকের তরফে ১৬তম অতিরিক্ত জেলা বিচারক শান্তনু মিশ্রের এজলাসে ওই মামলা পাঠানো হয়। প্রায় আট মাস ধরে বিচারক শান্তনু মিশ্রের এজলাসেই মামলাটির শুনানি চলছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, জেলা বিচারক অতিরিক্ত বিচারকের অব্যাহতির আর্জি গ্রহণ করার পরে তিনি নিজে ওই মামলা শুনবেন অথবা সেটি কোনও অতিরিক্ত বিচারকের এজলাসে পাঠিয়ে দেবেন। আলিপুর আদালতের আইনজীবীদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলা জেলা বিচারকের এজলাসে থাকায় কোনও অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই মামলা পাঠানোর সম্ভাবনা বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement