প্রতীকী ছবি।
স্কুটার চুরির অভিযোগে এক পুলিশকর্মীর ছেলে-সহ গ্রেফতার হল দু’জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আব্দুল রাহুল পাইক এবং শেরিফ রিয়াজ়। রাহুলের বাড়ি বারুইপুর এবং রিয়াজ়ের বাড়ি সোনারপুরে।
পুলিশ সূত্রের খবর, ১৫ ডিসেম্বর গভীর রাতে সার্ভে পার্ক থানা এলাকার শপিং মলের সামনের সার্ভিস রোড থেকে একটি স্কুটার চুরি হয়। তার মালিক মিরাজ লস্কর সার্ভে পার্ক থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোমবার ত্রিকোণ পার্ক এলাকা থেকে দু’জনকে ধরে। তদন্তকারীরা জানান, রাহুলের বাবা কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইনস্পেক্টর। বছর চারেক আগে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। স্নাতক রাহুল সম্প্রতি নেশার কবলে পড়ে বলে জানায় পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জেনেছে, নরেন্দ্রপুরের বাসিন্দা মিরাজ লস্করের থেকে রাহুল ও তার সঙ্গীরা প্রায় কুড়ি হাজার টাকা পেত।
ধৃতেরা জানিয়েছে, টাকা শোধ না দেওয়ায় ওই রাতে মিরাজকে অনুসরণ করে সার্ভে পার্কের শপিং মলের সামনে রাহুলরা গাড়ি নিয়ে আসে। পুলিশকে ধৃতেরা জানিয়েছে, মিরাজ ও তাঁর বন্ধুরা রাতে পানশালায় গেলে রিয়াজ় ও রাহুল গাড়ি থেকে নেমে ডুপ্লিকেট চাবি নিয়ে স্কুটার চালিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্ত করছে। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘ধৃতেরা মোটরবাইক চুরির কোনও চক্রের সঙ্গে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।’’