ভিড়ে মায়ের হাতছাড়া বালক, পরে উদ্ধার

সকাল সওয়া আটটা নাগাদ কৃষ্ণনগর লোকাল থেকে ছেলে নামলেও মিন্টু নামার আগেই ট্রেন ছেড়ে দেয়। মা নামেননি দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় গৌরব। কী কারণে সে কাঁদছে জানার পরে ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ০৪:০৩
Share:

(ফাইল চিত্র)

ভিড় ট্রেন থেকে নামার সময়ে মায়ের হাতছাড়া হয়ে গেল ১০ বছরের বালক। শনিবার সকালে দমদম স্টেশনের ঘটনা। প্রায় দু’ঘণ্টা পরে নাটকীয় টানাপড়েন পেরিয়ে সন্তানকে ফিরে পেলেন মা।

Advertisement

রেল পুলিশ জানায়, ছেলে গৌরব কুণ্ডুকে নিয়ে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলেন মা মিন্টু কুণ্ডু। এ দিন সকালে নিউ ব্যারাকপুরের পশ্চিম কোদালিয়ার বাড়িতে ফিরছিলেন মা ও ছেলে। সকাল সওয়া আটটা নাগাদ কৃষ্ণনগর লোকাল থেকে ছেলে নামলেও মিন্টু নামার আগেই ট্রেন ছেড়ে দেয়। মা নামেননি দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় গৌরব। কী কারণে সে কাঁদছে জানার পরে ঘটনাস্থলে উপস্থিত যাত্রীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায়।

ওই সময়ে দমদম স্টেশনে উপস্থিত এক যাত্রী অতনু মান্না জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকেরা। তাঁদের তত্ত্বাবধানে শ্যামনগরে টিউশন নিতে আসা এক তরুণী গৌরবকে নিয়ে জিআরপি থানায় যান। মা যদি ফিরে আসেন সে জন্য অতনু নিজে দু’নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করেন। এরই মধ্যে বিধাননগর রোড, শিয়ালদহ স্টেশনে শুরু হয়ে যায় ঘোষণা।

Advertisement

জিআরপি সূত্রের খবর, ছেলে হারিয়ে যাওয়ার পরে স্বামী গৌতম কুণ্ডুকে ফোন করেন মিন্টু। তিনি নিজে বিধাননগর রোড স্টেশনে নেমে যান। ঘোষণার পাশাপাশি কোনও মহিলা কান্নাকাটি করছেন কি না, তা দেখতে বিধাননগর রোডের জিআরপি কর্মীরা স্টেশনে টহল দিচ্ছিলেন। সেই সময়ই মিন্টুর খোঁজ পেয়ে তাঁকে দমদম জিআরপি-তে যেতে বলা হয়। সেখানে চলে আসেন বাবাও। সকাল সওয়া ১০টা নাগাদ থানায় মাকে দেখে জড়িয়ে ধরে ছেলে। বিকালে তা জানতে পেরে স্বস্তি প্রকাশ করেন অতনুও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement