Solar Light Project

অনুমোদনের গেরোয় আটকে সৌর আলোর পুর প্রকল্প

পুরসভা সূত্রের খবর, আমপানের অনেক আগেই পুরসভা শহরের ২৮টি পার্ক এবং ছ’টি অফিসবাড়ির ছাদে সৌর আলো বসানোর প্রকল্প গ্রহণ করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০২:২১
Share:

প্রতীকী ছবি।

কলকাতা শহরের যে আটটি পার্কে পুরসভার তরফে সৌর আলো বসানো হয়েছিল, আমপানের ধাক্কায় তার প্রায় সব ক’টিই ভেঙে পড়েছিল। ওই সৌর আলোগুলি সারানো হলেও বাকি বেশ কিছু উদ্যান ও অফিসবাড়িতে সৌর আলো বসানোর যে পরিকল্পনা ছিল, সরকারি নিয়মের গেরোয় তা আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে সেই প্রকল্প বাস্তবায়িত হবে, জানা নেই কারও।

Advertisement

পুরসভা সূত্রের খবর, আমপানের অনেক আগেই পুরসভা শহরের ২৮টি পার্ক এবং ছ’টি অফিসবাড়ির ছাদে সৌর আলো বসানোর প্রকল্প গ্রহণ করেছিল। নিয়ম অনুযায়ী, সেই প্রকল্পের প্রস্তাব রাজ্য বিদ্যুৎ দফতরে জমা দেওয়া হয়েছিল। বিদ্যুৎ দফতর আটটি পার্কে সৌর আলো লাগানোর অনুমোদনও দিয়েছিল। এমনকি, এই কাজের জন্য পুরসভাকে অর্থ বরাদ্দও করেছিল সংশ্লিষ্ট দফতর।

পুর আধিকারিকেরা জানান, ওই আটটি পার্কের অনুমোদন পাওয়ার পরে বাকি ২০টি উদ্যান এবং কলকাতা পুরসভার সদর দফতর-সহ মোট ছ’টি অফিসের ছাদে এই ধরনের বাতিস্তম্ভ বসানোর প্রস্তাব বিদ্যুৎ দফতরকে দেওয়া হয়। কারণ, সেই সময়ে বিদ্যুৎ দফতরের অধীনেই অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতর ছিল। কিন্তু অনুমতি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ায় ওই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হয়নি।

Advertisement

এ বিষয়ে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “কলকাতা পুরসভা শহরের বিভিন্ন পার্ক ও অফিসে সৌর আলো বসানোর জন্য আবেদন করেছিল ঠিকই। কিন্তু বিভিন্ন সমস্যা থাকায় তা কার্যকর করা যায়নি। বর্তমানে সৌর শক্তির বিষয়টি অন্য দফতর দেখছে।’’

রাজ্যের অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বললেন, ‘‘সৌর আলো বসানোর জন্য পুরসভাকে নতুন করে এই দফতরে আবেদন জানাতে হবে। কারণ, দফতর আলাদা হয়ে গিয়েছে। তাই বিদ্যুৎ দফতরে প্রস্তাব জমা পড়লে তা আমাদের কাছে গ্রাহ্য হবে না।’’

পুরসভা সূত্রের খবর, আপাতত যে আটটি উদ্যানে সৌর আলোর ব্যবস্থা হয়েছে, সেগুলি হল: দেশবন্ধু পার্ক, দেশপ্রিয় পার্ক, কলেজ স্কোয়ার, বেহালার মোহিনীকুঞ্জ, সরশুনা জলাধার সংলগ্ন পার্ক, ম্যাডক্স স্কোয়ার, যতীন দাস পার্ক এবং পাটুলি পার্ক। আমপানের পরে ওই সমস্ত পার্কের সব আলোই নষ্ট হয়ে গিয়েছিল। দেশবন্ধু পার্কের ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে।

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা উদ্যান দফতরের প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “আমপানের ধাক্কায় নষ্ট হয়ে যাওয়া প্রতিটি আলোই সারানো হয়েছে। বাকি প্রকল্পের জন্য সরকারি নিয়ম মেনেই ফের প্রস্তাব জমা দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement