পুর অধিবেশনে সিঙ্গুর প্রসঙ্গ

২০১৬ সালে সিঙ্গুরে টাটার কারখানা ভাঙার জন্য ঠিকাদার নিয়োগ করেছিল কলকাতা পুর প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৫
Share:

—ফাইল চিত্র।

২০১৬ সালে সিঙ্গুরে টাটার কারখানা ভাঙার জন্য ঠিকাদার নিয়োগ করেছিল কলকাতা পুর প্রশাসন। কিন্তু ওই কারখানা ভাঙার খরচ কেন তারা মেটাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল পুরসভারই অফিসার মহল থেকে। মেয়র পরিষদের বৈঠকেও প্রসঙ্গটির ফয়সালা হয়নি। এ বার বিষয়টি উঠল পুর অধিবেশনেও। ওই কাজের ব্যয় পুর কর্তৃপক্ষ অনুমোদন করেছেন কি না এবং ঠিকাদারেরা তাঁদের টাকা পেয়েছেন কি না, বৃহস্পতিবার অধিবেশনে জানতে চান বাম কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায়।

Advertisement

মেয়র শোভন চট্টোপাধ্যায় বলতে শুরু করলেও তাঁর কথায় বারবার আসে সিঙ্গুর আন্দোলন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানের কথা। এর পরেই চিৎকার শুরু করেন বামেরা। তাতে কান দেননি মেয়র। পরে দেবাশিসবাবু বলেন, ‘‘উত্তর না থাকায় মেয়র গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।’’

পরে শোভনবাবু বলেন, ‘‘মনে রাখতে হবে, সিঙ্গুর একটা ঐতিহাসিক আন্দোলন ছিল। তবে ওই বিল মেটানোর জন্য আইন মেনে ব্যবস্থা নিচ্ছে পুর প্রশাসন। ঠিকাদারদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement