Senco Gold & Diamonds

হারিয়ে যাচ্ছে কারুশিল্প! দুর্দশাগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়াতে উদ্যোগী সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে কারুশিল্প। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কারুশিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরাও। এই পরিস্থিতিতে তাঁদের স্বীকৃতি দিতে উদ্যোগী হল ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৭:২৯
Share:

(বাঁ দিকে) পলাশকান্তি বিশ্বাস, অরুণকুমার ভাস্কর, জয়িতা সেন এবং পঞ্চানন কংসবণিক। —নিজস্ব চিত্র।

বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে কারুশিল্প। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কারুশিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরাও। এই পরিস্থিতিতে তাঁদের স্বীকৃতি দিতে উদ্যোগী হল ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’। এ নিয়ে গত ১৬ জানুয়ারি তারা একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। অনুষ্ঠানের নাম ছিল ‘অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড— পর্ব ৩’।

Advertisement

ওই অনুষ্ঠানে কল্যাণীর কার্তিক পাল, পাট শিল্পী সমরেশ সাঁতরা, তামা-পিতলের কারিগর বহরমপুরের পঞ্চানন কংসবণিক ও শোলার কারিগর মুর্শিদাবাদের সাধন ভাস্করকে সংবর্ধনা দিয়েছে ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’। গয়না বিপণি সংস্থার মার্কেটিং এবং ডিজ়াইন বিভাগের ডিরেক্টর এবং প্রধান জয়িতা সেন বলেন, ‘‘ঈশ্বরের আশীর্বাদে গ্রাহক এবং অংশীদারদের কাছ থেকে আমরা যে ভালবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই বছর দুয়েক আগে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। নতুন বছরের শুরুতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বার বাংলার দুর্দশাগ্রস্ত শিল্পীদের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শুভঙ্কর সেন বলেন, ‘‘আমরা চার শিল্পীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলাম, যাতে তাঁরা কাজ করার অনুপ্রেরণা পান ও আমাদের সাহায্যে আরও খানিকটা এগিয়ে যেতে পারেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement