—প্রতীকী চিত্র।
বিধাননগর কমিশনারেট এলাকায় দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যু অব্যাহত। ফের শুক্রবার সকালে ভিআইপি রোডে বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটারচালকের। তাঁর নাম নীলরতন কুণ্ডু (৬৩)। এর আগে পুজোর দিনে তিনটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পাঁচ জন। পুজোর রেশ মিটতে না মিটতেই রাজারহাটে পরপর দু’দিন দু’টি দুর্ঘটনায় আহত হন ১৭ জন। তার পরে এ দিনের ঘটনা।
পুলিশ জানিয়েছে, এ দিন সকালে ভিআইপি রোড ধরে জোড়ামন্দিরের দিকে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন জ্যাংড়ার বাসিন্দা নীলরতনবাবু। একটি বেসরকারি রুটের বাস পাশ কাটাতে গিয়ে স্কুটারে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন ওই প্রৌঢ়। কিন্তু বাসচালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসের পিছনের চাকায় ধাক্কা খান স্কুটারচালক। স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীরা দ্রুত নীলরতনবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।
পুলিশ সূত্রের খবর, ষষ্ঠীর পরে নবমী থেকে পরপর দুর্ঘটনা ঘটে চলেছে। ৪ থেকে ১১ অক্টোবরের মধ্যে ৬টি দুর্ঘটনায় মারা গিয়েছেন ছ’জন। আহতের সংখ্যা ১৭।