ফাইল চিত্র
সপ্তাহ ঘুরলেই আইসিএসই-র মক টেস্ট। তার আগেও বাড়িতে পড়তে বসত না তারা। বকাঝকা করতেন বাবা-মা। সেই ‘রাগে’ বাড়ি থেকে পালিয়ে দিঘায় হাজির হয়েছিল স্কুলপড়ুয়া দুই কিশোর। মঙ্গলবার ওই দুই বন্ধুকে উদ্ধার করল পুলিশ।
পুলিশ জানায়, ওই দু’জন মধ্য কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। বাড়ি তপসিয়া এলাকায়। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ দিঘা স্টেশনের সামনে ঘোরাঘুরি করছিল তারা। কাঁধে ছিল স্কুলের ব্যাগ। তাদের দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়। তাঁরা দিঘা থানায় খবর দেন। পুলিশ গিয়ে দুই কিশোরকে উদ্ধার করে। খবর দেওয়া হয় দু’জনের পরিবারকে।
দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, বিকেলেই তাদের পরিজনেরা দিঘা পৌঁছন। তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হয় ওই কিশোরদের। এক কিশোরের বাবা বলেন, ‘‘সোমবার বিকেলে স্কুল থেকে ও আর বাড়ি ফেরেনি। স্কুল ও আত্মীয়দের বাড়ি খোঁজাখুঁজি করেছি। না পেয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করি।’’
কী ভাবে দিঘায় গিয়েছিল দুই বন্ধু?
এক পড়ুয়া বলে, ‘‘বাসে চেপে সোমবার রাতে হাওড়া স্টেশনে চলে এসেছিলাম। সেখানে রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন ভোরে দিঘার ট্রেনে চাপি।’’ কিন্তু কেন? হাসি মুখে ওই পড়ুয়ার জবাব, ‘‘মক টেস্টের প্রস্তুতি ঠিকমতো হচ্ছিল না। তাই বাবা-মা সব সময়ে বকুনি দিতেন। পড়াশোনা করতে ভাল লাগে না। কাজ করব ভেবে তাই দিঘায় চলে এলাম!’’