Congress

কংগ্রেসের সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বুঝতে পেরে শিবপুর থানায় যান জাকারিয়া। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এমনকি থানায় সুরাহা না পেয়ে তৎকালীন পুলিশ সুপারের কাছে গেলে সেখানেও সাহায্য মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০২:৫৩
Share:

প্রতীকী ছবি।

সারা ভারত কংগ্রেস কমিটির (এআইসিসি) সদস্যপদ এবং প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতির পদ পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দিল হাওড়া আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, শিবপুরের শরৎ চ্যাটার্জি রোডের বাসিন্দা জাকারিয়া খান সম্প্রতি অভিযোগ করেন, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নাম করে কলকাতার বাসিন্দা এক ব্যক্তি তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছেন। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ওই টাকা নেওয়া হয়েছে। জ়াকারিয়ার আরও অভিযোগ, কংগ্রেসের শ্রমিক সংগঠনের এক নেতা হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন কলকাতার বাসিন্দা ওই ব্যক্তি।

Advertisement

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বুঝতে পেরে শিবপুর থানায় যান জাকারিয়া। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এমনকি থানায় সুরাহা না পেয়ে তৎকালীন পুলিশ সুপারের কাছে গেলে সেখানেও সাহায্য মেলেনি। এর পরেই হাওড়া আদালতের দ্বারস্থ হন পেশায় ব্যবসায়ী জাকারিয়া। বুধবার হাওড়ার মুখ্য বিচারবিভাগীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক অশোক হালদার শিবপুর থানাকে অভিযোগ নিতে বলেছেন। একই সঙ্গে আগে কেন অভিযোগ নেওয়া হয়নি, সে ব্যাপারেও তদন্ত করতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘আদালতের নির্দেশ মতো তদন্ত হবে। তার পরে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement