পথ নিরাপত্তার অনুষ্ঠানে নিয়ম না-মানা চালকেরা। সোমবার। নিজস্ব চিত্র
কলকাতা পুলিশ আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতার প্রসারে শামিল হলেন ট্র্যাফিক নিয়ম না মানা মোটরবাইক চালকেরাও। সোমবার সকালে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে পতাকা উড়িয়ে তাঁদের মোটরবাইক মিছিলের উদ্বোধন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। তাঁর কথায়, ‘‘এই প্রথম ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনকারীদের কলকাতা পুলিশের পথ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে শামিল করা হল। উদ্দেশ্য একটাই, গাড়ি বা মোটরবাইক চালানোর সময়ে সাবধানতা অবলম্বন করা।’’
সোমবার বেলা ১১টা নাগাদ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে শোভাযাত্রার মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন শুরু হয়। চলবে আগামী শনিবার পর্যন্ত। সম্প্রতি শহরের বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশির সময়ে ট্র্যাফিক নিয়ম অমান্যকারী ২৫ জন মোটরবাইক চালক এ দিন বাইক মিছিলে অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন ট্র্যাফিক সার্জেন্টরাও। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ লোগো লাগানো গেঞ্জি গায়ে সার দিয়ে মোটরবাইক চালিয়ে মিছিল শুরু হয়। সামনের দিকে ট্র্যাফিক সার্জেন্টরা, পিছনের সারিতে ছিলেন ট্র্যাফিক আইন ভাঙা অভিযুক্ত বাইকচালকেরা। ডিসি (ট্র্যাফিক) সন্তোষ পাণ্ডে বলেন, ‘‘শহর জুড়ে মোটরবাইক নিয়ে ঘুরবেন চালকেরা। রাস্তার এক পাশ দিয়ে সারিবদ্ধ হয়ে তাঁরা মোটরবাইক চালিয়ে যাবেন। গাড়ি চালানোর সময়ে সাবধানতার বার্তা দিতেই এই উদ্যোগ।’’
রবিবার রাতে হেলমেট না পরে মোটরবাইক চালানোয় পুলিশকে জরিমানা দিতে হয়েছে বেলেঘাটার বাসিন্দা বিধান পালকে। এ দিন পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধানবাবু বলেন, ‘‘রবিবার রাতে হেলমেট ছাড়াই বাড়ি থেকে হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাচ্ছিলাম। হেলমেট না পরায় আমাকে কেস দিয়েছিল পুলিশ।’’ তাঁর কথায়, ‘‘রবিবার রাতেই পুলিশের তরফে বাইক মিছিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। কলকাতা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। ভাল লাগছে এই ভেবে যে, পুলিশ আমাদের শোধরানোর জন্য সময় দিচ্ছে। এর পর থেকে মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময়ে অবশ্যই মাথায় হেলমেট পরব।’’ একই বক্তব্য খিদিরপুরের শাহরুখ আলমের। শাহরুখ বললেন, ‘‘দিন দু’য়েক আগেই হেলমেট ছাড়া বেপরোয়া ভাবে মোটরবাইক চালানোয় পুলিশ আমায় কেস দিয়েছিল। তার পরেই পুলিশের এই আমন্ত্রণ। এখানে এসে বুঝতে পারছি, গাড়ি বা মোটরবাইক চালানোর সময়ে চালক সাবধান হলে দুর্ঘটনা কমবে।’’ পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, ‘‘পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মাধ্যমে নাগরিকদের সচেতনতার পাঠ দিয়ে গত বছরের তুলনায় এ বার দুর্ঘটনা অনেক কমেছে।’’ যাদবপুর, পার্ক সার্কাস-সহ কলকাতা পুলিশের ২৫টি ট্র্যাফিক গার্ডের উদ্যোগে এক সপ্তাহ ধরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে।