দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার, পথ অবরোধ করে বিক্ষোভ 

জেসিপির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাটা মোড়ে। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম শোভা চট্টোপাধ্যায়(৭০)। শুক্রবার মহেশতলা থানার পুলিশ জেসিপির চালক সঞ্জয় দে কে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০০:৪২
Share:

জেসিপির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাটা মোড়ে। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম শোভা চট্টোপাধ্যায়(৭০)। শুক্রবার মহেশতলা থানার পুলিশ জেসিপির চালক সঞ্জয় দে কে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ জানায়, ওই রাতে বাটা মোড়ের একটি আবাসনের বাসিন্দা শোভাদেবী স্বামীর ওষুধ কিনতে বেরিয়েছিলেন। রাত আটটা নাগাদ বাটা মোড়ের সামনে তিনি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় একটি জেপিসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান শোভাদেবী। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বৃদ্ধার মৃতদেহ আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে। পরিস্থিতি সামাল দিতে মহেশতলার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উদ্দেশ্যে উত্তেজিত জনতা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষোভকারীদের হটিয়ে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, রাস্তা সারাইয়ের কাজ করে জেসিপি গাড়িটি ফিরছিল। আচমকা ব্রেক ফেল করে। চালক সঞ্জয় চিৎকার করতে থাকেন। কিন্তু ওই বৃদ্ধা গাড়ির খুব কাছে এসে পড়ায় তিনি আর সরতে পারেনি। গাড়ির চাকায় পিষে যান শোভাদেবী। রাতেই গাড়িটি আটক করা হয়। গভীর রাতে বাটা মোড় এলাকা থেকেই ওই চালককে গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement