প্রতীকী ছবি।
স্বামীর সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিলেন বছর তিরিশের শুল্কা দাস। তখনই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। বুধবার রাতের সেই ঘটনার জেরে তপ্ত হল বজবজ ট্রাঙ্ক রোড। এ দিন ময়না তদন্তের পর শুল্কা দাসের দেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ-স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধে অবরুদ্ধ হয় গোটা এলাকা। তৈরি হয় তীব্র যানজট।
আরও পড়ুন: নোটবন্দিতে কী হল? আপনার মতামত দিন
বজবজের জিঞ্জিরাবাজার এলাকায় নয়াবস্তির বাসিন্দা শুল্কা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার শুক্লা দাসের দেহ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। স্থানীয়দের দাবি, পুলিশ অবরোধ তোলার নামে স্থানীয়দের উপর লাঠি চার্জ করে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তা মেরামতের কথা বহু বার বলা হলেও কোনও লাভ হয়নি। তার জেরে মাঝে মধ্যেই দুর্ঘটনা লেগে থাকে।