Road Accident

বাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু, চাঞ্চল্য কলকাতায়

মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে শহিদ নগরের কাছে প্রিন্স আনোয়ার শাহ সংযোগস্থলে। ঘাতক বাইক এবং তার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১১:৪৫
Share:

প্রতীকী ছবি।

আত্মীয়ের পারলৌকিক কাজ সেরে বাড়ি ফেরার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম মীরা দাস (৫৪)। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে শহিদ নগরের কাছে প্রিন্স আনোয়ার শাহ সংযোগস্থলে। ঘাতক বাইক এবং তার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই প্রৌঢ়া হেঁটে বাড়ি ফেরার সময়ই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সজোরে তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই ছিটকে দূরে গিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

এই দুর্ঘটনার পর সরব হয়েছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, দিনরাতই দ্রুত গতিতে বাইক বা অন্যান্য গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে। তার নিয়ন্ত্রণে পুলিশকে সে ভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement