কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রিঙ্কু নস্কর। —নিজস্ব চিত্র।
বিধানসভা ভোটের আগে এ বার বাম শিবিরেরও ভাঙন। মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর রিঙ্কু নস্কর। এর আগে ২০১৪-র লোকসভা নির্বাচনে রিঙ্কু দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। ওই নির্বাচনে তিনি জিততে পারেননি। একা রিঙ্কু নন, সিপিএমের আরও কয়েকজন নেতানেত্রী তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি বিজেপির।
এলাকায় লড়াকু নেত্রী হিসাবেই পরিচিত ছিলেন রিঙ্কু। গত পুর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়ে যাদবপুর এলাকার ১০২ নম্বর ওয়ার্ডে তিনি জয়ী হন। কিন্তু সিপিএম থেকে একে বারে সরাসরি বিজেপিতে যোগ দিলেন কেন? রিঙ্কুর দাবি, “সময় এলেই সব বলব।”
বিজেপি সূত্রে খবর, এ দিন বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে দলে যোগ দিয়েছেন রিঙ্কু। এই মুহূর্তে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও রয়েছেন। সিপিএমের আরও কয়েকজনের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে সিপিএমের অনেক কর্মী-সমর্থক খুশি নন। দলের সঙ্গে বাড়ছে দূরত্বও। রিঙ্কুও তাঁদের এক জন। যদিও এ বিষয়ে এখনই মুখ খলতে চাইছেন রিঙ্কু।
আরও পড়ুন: নীলবাড়ি দখলে কোনও নিরীক্ষা নয়, পরীক্ষিত সৈনিকেই ভরসা মোদী-শাহর
রিঙ্কুকে দলে রাখতে সিপিএম নেতারা আসরে নামেন। এ দিন সকালেও সিপিএম নেতারা তাঁর সঙ্গে কথা বলেন। কিন্তু রিঙ্কু অনড়ই ছিলেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে সিপিএমের এক নেতা বলেন, “রিঙ্কুর স্বামী মানস মুখোপাধ্যায় প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। অনেক দিন হল বিজেপিতে যোগ দিয়েছেন। বেশ কিছু দিন ধরেই রিঙ্কুর দলবদলের খবর আসছিল আমাদের কাছে। ওঁকে বোঝানোর চেষ্টা হয়েছে।”