পুলিশ নিগ্রহে ধৃত বাকি ৫ জনের জামিন

এ দিন যারা জামিন পেল, তাদের নাম আকাশ বসু, রণজয় হালদার, অক্ষয় রঞ্জন, ছোটকা দলুই এবং দীপক অধিকারী। পাঁচ জনকেই ঘটনার দু’দিনের মধ্যে গ্রেফতার করা হয়। পরে ধরা পড়ে দুই মহিলা অভিযুক্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ০১:৩৩
Share:

ফাইল চিত্র।

টালিগঞ্জ থানায় হামলা চালিয়ে পুলিশ পেটানোর ঘটনায় জামিন পেল ধৃত পাঁচ অভিযুক্ত। জেল হেফাজতে থাকা ওই পাঁচ জনের জামিনের আবেদন মঙ্গলবার মঞ্জুর করেন আলিপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী। অন্য দুই অভিযুক্ত আগেই জামিন পেয়েছে। ফলে এই ঘটনায় সাত অভিযুক্তই আপাতত জেলের বাইরে।

Advertisement

এ দিন যারা জামিন পেল, তাদের নাম আকাশ বসু, রণজয় হালদার, অক্ষয় রঞ্জন, ছোটকা দলুই এবং দীপক অধিকারী। পাঁচ জনকেই ঘটনার দু’দিনের মধ্যে গ্রেফতার করা হয়। পরে ধরা পড়ে দুই মহিলা অভিযুক্ত। এ দিন আদালতে অভিযুক্তদের আইনজীবী অরিন্দম দাস দাবি করেন, গ্রেফতারের পরে ১৬ দিন পার হয়ে গেলেও তদন্তে অগ্রগতি হয়নি। নতুন তথ্যপ্রমাণও হাজির করতে পারেননি তদন্তকারীরা। অন্য দিকে, সরকারি কৌঁসুলি সৌরীন ঘোষাল জামিনের আবেদনের বিরোধিতা করে জানান, থানার ভিতরে ঢুকে হামলা চালানো বিরল ঘটনা। তাই ধৃতদের জামিন দেওয়া উচিত নয়।

পুলিশ জানায়, ১১ অগস্ট রাতে এক অভিযুক্তকে গ্রেফতারের পরেই উত্তপ্ত হয়ে ওঠে টালিগঞ্জ থানা। ওই যুবককে ছাড়াতে চেতলার ১৭ নম্বর বস্তির তৃণমূলকর্মী পুতুল ও তার সঙ্গীরা থানায় চড়াও হয় বলে অভিযোগ। টালিগঞ্জ থানার ভিতরে ঢুকে হামলার ঘটনা ঘটে। পুলিশের নিচুতলার কর্মীদের অভিযোগ, থানায় হামলা হলেও তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি। এমনকি, ওই সাত জন ছাড়া আর কেউ ধরাও পড়েনি। যদিও থানার সিসিটিভি ফুটেজে বাকি হামলাকারীদের দেখা গিয়েছে। তার পরেও কেন এগোয়নি তদন্ত? মন্তব্য করতে চাননি তদন্তকারীদের কেউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement