CPM

টালিগঞ্জে সিপিএমের দলীয় সম্মেলনে মারপিট! প্রকাশ্যে ভিডিয়ো, তদন্তে এক সদস্য নিয়ে কমিশন ক্যাল ডিসির

মঙ্গলবার সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, টালিগঞ্জ সম্মেলনের মধ্যে কেন‌ ওই পরিস্থিতি তৈরি হল, তার ভিডিয়ো কী ভাবে প্রকাশ্যে এল তা তদন্ত করে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২৩:৩৭
Share:

(বাঁ দিকে) টালিগঞ্জের সম্মেলনে গোলমালের খণ্ডচিত্র। সিপিএমের পতাকা (ডান দিকে)। ছবি: সংগৃহীত এবং প্রতীকী।

গত শনিবার সিপিএমের টালিগঞ্জ -২ এরিয়া কমিটির সম্মেলনে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছিল। সেই ভিডিয়ো প্রকাশ্যে চলে এসেছিল। ওই ঘটনায় পদক্ষেপ করল সিপিএমের কলকাতা জেলা কমিটি (ক্যাল ডিসি)।

Advertisement

মঙ্গলবার সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, টালিগঞ্জ সম্মেলনের মধ্যে কেন‌ ওই পরিস্থিতি তৈরি হল, তার ভিডিয়ো কী ভাবে প্রকাশ্যে এল তা তদন্ত করে দেখা হবে। এক সদস‍্যের কমিটি তৈরি করেছে সিপিএমের ক্যাল ডিসি। দেবাঞ্জন চক্রবর্তী তদন্ত করে যুযুধান দু’পক্ষের সঙ্গে কথা বলে জেলা সম্পাদকমণ্ডলীকে রিপোর্ট দেবেন।

গত শুক্রবার থেকে শুরু হয়েছিল সিপিএমের টালিগঞ্জ-২ এরিয়া কমিটির সম্মেলন। শুক্রবারের তপ্ত পরিবেশ শনিবার হাতাহাতিতে পৌঁছে যায়। যাতে ইন্ধন দেয় স্থানীয় সিপিএম নেতা গৌতম গুহ রায়ের স্ত্রীর একটি ফেসবুক পোস্ট। তা নিয়ে সম্মেলনে বিতর্ক হচ্ছিল। সূত্রের খবর, স্থানীয় স্তরের দুই তরুণ নেতা রিভু এবং টুবাইয়ের মধ্যে হাতাহাতিতে তপ্ত হয়ে ওঠে সম্মেলন। টুবাই এবং রিভু — দু’পক্ষের লোকেরাই তখন মঞ্চের কাছাকাছি জায়গায় এগিয়ে যান এবং আরও সমস‍্যা তৈরি করেন। সামাল দিতে হিমশিম খান নেতৃত্ব।

Advertisement

টালিগঞ্জের ঘটনায় সিপিএম এই পদক্ষেপ করে আসলে গোটা রাজ্যেই দলের মধ্যে বার্তা দিতে চেয়েছে। বোঝাতে চেয়েছে, সম্মেলন পর্বে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে তা হলে দল শৃঙ্খলার প্রশ্নে রেয়াত করবে না। সিপিএম সূত্রে খবর, সম্মেলনে উপস্থিত কোনও প্রতিনিধি ভিডিয়ো তুলে প্রকাশ্যে এনেছিলেন কি না তা খুঁজে দেখবে এক সদ্যসের কমিশন। তবে, তাঁকে খুঁজে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় আছে। সিপিএম আসলে সাংগঠনিক স্তরে বার্তা দিতে এই পদক্ষেপ করেছে বলে অনেকের মত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement