স্মরণে মহানায়ক

উত্তমকুমারের মৃত্যুদিনে হাজরার আঢ্য হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উত্তরকুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শোনান দেবীকা মুখোপাধ্যায়, পরেশ দত্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০১:৪৫
Share:

উত্তমকুমারের মৃত্যুদিনে হাজরার আঢ্য হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উত্তরকুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শোনান দেবীকা মুখোপাধ্যায়, পরেশ দত্ত। গানে ছিলেন ভাস্কর সেন ও তুষিমা ভট্টাচার্য। ‘শিল্পী সংসদ’-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘মহানায়ক উত্তমকুমার’ নামের একটি সংগঠন। বছর দুয়েক আগে ফেসবুকে এই সংগঠনের সূত্রপাত। অনু্ষ্ঠান থেকে সংগৃহীত অর্থে দুঃস্থ শিল্পীদের সাহায্য করা হবে বলে সংগঠনের তরফে জানান হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement