প্রতীকী ছবি।
গণেশ পুজোর বিসর্জনের কারণে ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত চক্ররেলের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবে। সোমবার চক্ররেল কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে কলকাতা স্টেশন অবধি করা হবে। আবার তিনটি ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে। দু’জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ বদলে দেওয়া হবে। সেগুলি নির্ধারিত স্টেশনের পরিবর্তে শিয়ালদহ (উত্তর) স্টেশন থেকে ছাড়বে। এক জোড়া লোকাল ট্রেনও পূর্ব নির্ধারিত স্টেশনের পরিবর্তে বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে।
এক জোড়া লোকাল ট্রেন মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে। এক জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথের বদল ঘটিয়ে সেই দু’টিকে কাঁকুড়গাছি-বালিগঞ্জে রুটে চালানো চালানো হবে।