corona virus

রোগী-সহ পুলিশকে ফেরাল হাসপাতাল, মৃত্যু

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর নাম, ঠিকানা জানতে চাইলে অসুস্থ ওই মহিলা কোনও কথাই বলতে পারেননি বলে দাবি পুলিশের। এর পরেই অ্যাম্বুল্যান্স আনিয়ে কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে‌ যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২০ ০১:৩২
Share:

ফাইল চিত্র

রাস্তা থেকে উদ্ধার করা গুরুতর অসুস্থ মহিলাকে নিয়ে হাসপাতালে ঘুরতে ঘুরতেই তাঁর মৃত্যু হল। কোনও পরিজন নয়, এমনই অভিযোগ করছেন খোদ উদ্ধারকারী পুলিশকর্মীরা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুর সওয়া ১টা নাগাদ পর্ণশ্রী বিদ্যামন্দির রিকশা স্ট্যান্ডের সামনে এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পর্ণশ্রী থানায় খবর যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর নাম, ঠিকানা জানতে চাইলে অসুস্থ ওই মহিলা কোনও কথাই বলতে পারেননি বলে দাবি পুলিশের। এর পরেই অ্যাম্বুল্যান্স আনিয়ে কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে‌ যান। সেখানে ওই মহিলার থার্মাল চেকিংয়ের পরে তাঁর কোভিড পরীক্ষা করাতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

পুলিশকর্মীরা তাঁকে ওই অ্যাম্বুল্যান্সেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সেখান থেকেও ওই মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয়, তাঁকে নন-কোভিড হাসপাতালে নিয়ে যেতে। বিকেল সাড়ে ৩টে নাগাদ ফের তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত করে ওই মহিলার পরিচয় খোঁজার চেষ্টা করছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। রোগীকে নিয়ে হাসপাতালের দোরে দোরে ঘুরতে থাকা পরিজনেদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ নতুন নয়। কিন্তু সংক্রমণের সময়ে অসুস্থ অজ্ঞাতপরিচয়কে হাসপাতালে ভর্তি করতে গিয়ে পুলিশের হয়রানি হওয়ার ঘটনা সম্ভবত প্রথম সামনে এল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement