e-wastage

ই-বর্জ্য থেকে নয়া সামগ্রী

একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) এবং হিডকোর এই প্রয়াসের নামকরণ হয়েছে ‘জিরো ওয়েস্ট শপ’। সেখানে মিলবে বাতিল দ্রব্যে তৈরি জিনিসের সম্ভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০৩:২৯
Share:

প্রতীকী ছবি।

নষ্ট হয়ে যাওয়া বা পুরনো মোবাইল, ল্যাপটপ, ব্যাটারির মতো ই-বর্জ্য ফেলে না দিয়ে বরং তৈরি করা যায় নতুন জিনিস। সেই সব তৈরির প্রশিক্ষণ কেন্দ্র এ বার গড়ে উঠল সল্টলেক থেকে নিউ টাউন যাওয়ার পথে। বৃহস্পতিবার যার আনুষ্ঠানিক উদ্বোধনও হয়ে গেল।

Advertisement

একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) এবং হিডকোর এই প্রয়াসের নামকরণ হয়েছে ‘জিরো ওয়েস্ট শপ’। সেখানে মিলবে বাতিল দ্রব্যে তৈরি জিনিসের সম্ভার। এই ধরনের বাতিল দ্রব্যের পৃথকীকরণ এবং নতুন সামগ্রী তৈরির প্রশিক্ষণও দেওয়া হবে।

এনকেডিএ সূত্রের খবর, বাসিন্দারা ওখানে বাতিল জিনিস রেখে যেতে পারবেন। রাজ্যের ১৬০টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এ কাজে যুক্ত করা হচ্ছে। তাঁদের প্রশিক্ষিত করিয়ে সেখানেই তৈরি হবে নতুন জিনিস। ওই সব সামগ্রী প্রদর্শনীর জন্য একটি জায়গাও করা হয়েছে। সেগুলি বিক্রির বন্দোবস্তও হয়েছে। অনলাইনের মাধ্যমেও বিক্রির পরিকল্পনা চলছে।

Advertisement

নিউ টাউনকে গ্রিন সিটি হিসেবে গড়তে আবর্জনামুক্ত শহরের পরিকল্পনা করা হয়েছিল। তার বাস্তবায়নে একাধিক কর্মকাণ্ডের একটি এটি বলে জানাচ্ছেন এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন। তিনি জানান, এ ভাবে আয়ের নতুন পথ হবে এবং নিউ টাউনকে আবর্জনামুক্ত করতে আরও খানিকটা এগোনো যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement