Rapid Antigen Test

বরোয় অ্যান্টিজেন পরীক্ষা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ০২:৫২
Share:

প্রতীকী ছবি।

র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরিকাঠামো বাড়াতে তিনটি করে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হবে কলকাতা পুরসভার প্রতিটি বরোয়। সপ্তাহে অন্তত দু’দিন করে সেখানে বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে। পরে প্রতিটি ওয়ার্ডেও এর জন্য জায়গা চিহ্নিত করা হবে বলে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন। বুধবার তিনি ভিডিয়ো কনফারেন্সে বরোর কোঅর্ডিনেটরদের অ্যান্টিজেন পরীক্ষার উপরে গুরুত্ব দিতে আর্জি জানান। এই পরীক্ষায় দ্রুত রিপোর্ট মেলার ফলে চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হবে বলে পুর কর্তাদের ধারণা।

Advertisement

অতীনবাবু জানান, ইতিমধ্যে সমস্ত বরোয় প্রায় ৩৫ হাজার বাসিন্দার অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে। তবে পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন। পুরসভার কমিউনিটি হলে পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে।

যাঁরা হোম আইসোলেশনে রয়েছেন, তাঁরা বিধি মানছেন কি না, তা দেখার উপরেও গুরুত্ব দেবে পুরসভার স্বাস্থ্য দফতর। পুরসভা সূত্রের খবর, এখন শহরে মোট করোনা আক্রান্তের ৪০ শতাংশই বাড়িতে থাকছেন। তাই পুর কর্তৃপক্ষ বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত বা বিভিন্ন কারণে হোম আইসোলেশনে আছেন, এমন বাসিন্দার সংখ্যা নথিভুক্ত করার পরিকাঠামো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement