বারবার আগুন, প্রশ্নে সুরক্ষার হাল

ফের আগুন। ফের রাজ্যের গর্ব তথ্যপ্রযুক্তি তালুক পাঁচ নম্বর সেক্টরেই। সেই একই ভাবে আবার অগ্নিসুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসনিক কর্তারা অবশ্য যথাযথ পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০১:১৭
Share:

গলগল করে ধোঁয়া তখনও বাড়াচ্ছে আতঙ্ক। বুধবার, পাঁচ নম্বর সেক্টরে। — নিজস্ব চিত্র

বুধবার সকাল সাড়ে এগারোটার কিছু আগে পাঁচ নম্বর সেক্টরের ডিএন ব্লকে কেন্দ্রীয় সরকারের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীন ইলেকট্রনিক্স রিজিওনাল টেস্ট ল্যাবরেটরি (ইস্ট)-র চতুর্থ তলে আগুন লাগে। দ্রুত দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সঙ্গে সঙ্গেই কর্মীদের বার করে আনা হয়। পরে হাইড্রলিক ল্যাডার-সহ আরও ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, ল্যাবরেটরির একটি অংশ পুড়ে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনও হয়নি।

Advertisement

দমকল সূত্রের খবর, ওই ল্যাবেরটরির চতুর্থ তলের একটি অফিসঘরের এসি মেশিন থেকে আগুন ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।

তবে এ দিনও দেখা গিয়েছে, বাইরে থেকে কাচ ভেঙে ধোঁয়া বার করতে হয়েছে দমকল কর্মীদের। দমকল কর্মীদের একটি অংশের অভিযোগ, ওই সরকারি অফিসে যথাযথ অগ্নি সুরক্ষার ব্যবস্থা নেই।

Advertisement

কিছু দিন আগেই পাঁচ নম্বর সেক্টরে একটি অফিসে আগুন লেগেছিল। সেখানেও ধোঁয়া বার করার কোনও ব্যবস্থা ছিল না। ওই এলাকার বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের অভিযোগ, এই ল্যাবরেটরিতেও এর আগে আগুন লেগেছিল। তা নিয়ে প্রশাসনিক সংস্থা নবদিগন্তকে জানানোও হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, পরিস্থিতি বদলায়নি।

নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষের এক কর্তা জানান, ওই সরকারি ল্যাবরেটরিতে অগ্নিসুরক্ষায় কিছু ফাঁক ছিল। সে কথা এর আগে ফায়ার অডিট করার সময়ে ধরা পড়েছিল। সেই বিষয়ে ওই সরকারি কর্তৃপক্ষ এবং দমকল বিভাগকেও জানানো হয়েছিল। এ বছর ফের ফায়ার অডিট হবে, তখন দেখা হবে বিষয়টি। দমকলের এক কর্তা অবশ্য এর প্রেক্ষিতে জানান, বিষয়টি খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে। যদিও অভিযোগ সম্পর্কে ওই সরকারি সংস্থার তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement