Politics

Women in Polictics: রাজনীতিতে কোথায় প্রতিবন্ধী মহিলারা, প্রশ্ন

রাজ্য রাজনীতিতে মহিলা প্রতিবন্ধীদের যোগদান এত কম কেন? তাঁদের দাবি বা অভিযোগ জানানোর জন্য কি শুধু প্রতিবন্ধী দিবসই বরাদ্দ?

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ০৫:২৯
Share:

আলোচনাসভায় দীপ্সিতা, শম্পা ও জিজা। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

রাজ্য রাজনীতিতে মহিলা প্রতিবন্ধীদের যোগদান এত কম কেন? তাঁদের দাবি বা অভিযোগ জানানোর জন্য কি শুধু প্রতিবন্ধী দিবসই বরাদ্দ? সোমবার বিকেলে, নারী দিবসের প্রাক্কালে কলকাতা প্রেস ক্লাবে একটি আলোচনাসভায় বার বার উঠে এল এই প্রশ্নগুলি।

Advertisement

নির্বাচন কমিশনের প্রতিনিধি তথা সমাজকর্মী জিজা ঘোষের দাবি, ‘‘বছরে শুধু একটি প্রতিবন্ধী দিবস বা নারী দিবস নয়, বছরের প্রতিটি দিন হোক আমাদের। আমাদের কথা বলার জন্য রাজনৈতিক দলে প্রতিবন্ধী প্রতিনিধি থাকা দরকার। এই পরিবর্তন আনতে আগে মানসিকতা পাল্টাতে হবে।’’

সমাজকর্মী শম্পা সেনগুপ্ত জানান, মহিলা প্রতিবন্ধীদের রাজনীতিতে যোগদান নিয়ে ভারত, বাংলাদেশ-সহ বেশ কয়েকটি দেশে হওয়া সমীক্ষায় দেখা গিয়েছে, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের তুলনায় এ রাজ্যের রাজনীতিতে মহিলা প্রতিবন্ধীদের যোগদান প্রায় নেই বললেই চলে। শম্পার মতে, ‘‘প্রতিবন্ধীরাও যে রাজনীতিতে যোগ দিতে পারেন, নিজেদের দাবি জানিয়ে মিটিং-মিছিলে বাকিদের সঙ্গে যোগ দিতে পারেন, সেই সচেতনতা নেই। এ ব্যাপারে এগিয়ে আসতে হবে রাজনীতিকদের। নইলে তাঁদের দাবি, অভিযোগের কথা বলবে কে?’’

Advertisement

এসএফআই নেত্রী দীপ্সিতা ধর বলেন, ‘‘প্রতিবন্ধীদের সমস্যা বা দাবি নিয়ে আলোচনা হয়, আন্দোলনও হয়। কিন্তু মূল রাজনীতিতে যোগ নিয়ে একটা ব্যবধান থেকে গিয়েছে। এটা আমাদেরই মেটাতে হবে ধীরে ধীরে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement