বাঁ দিকে টালা প্রত্যয়ের প্রতিমা ও ডান দিকে শিবমন্দিরের পুজো।
হেঁটে পুজোয় না। তাই নেটেই চলছে দেবীদর্শন। আনন্দবাজার ডিজিটাল দর্শকদের পৌঁছে দিচ্ছে শহরের বিখ্যাত পুজোগুলির মণ্ডপে মণ্ডপে। শনিবার মহাষ্টমীতে আমরা রয়েছি টালা পার্ক প্রত্যয় এবং দক্ষিণ কলকাতায় শিবমন্দির পুজো মণ্ডপে।
গত কয়েক বছরে একের পর এক চোখ ঝলসানো মণ্ডপ উপহার দিয়েছে টালা পার্ক প্রত্যয়। তাতে ভরেছে পুজো উদ্যোক্তাদের পুরস্কারের ঝুলিও। কিন্তু সঙ্কটের মুহূর্তে জাঁকজমক কমিয়ে মানুষের পাশে দাঁড়ানোকেই গুরুত্ব দিয়েছে টালা পার্ক প্রত্যয়। এ বার ৯৫ বছরে পা দিয়েছে ওই পুজোটি। এ বার থিম ‘লোকহিত’। এক বুক প্রত্যয় নিয়েই তাঁরা এ বার শুরু করেছেন মাতৃবন্দনা।
দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো লেক শিবমন্দির। এ বার সেই পুজো পা দিয়েছে ৮৪ বছরে। তাঁদের থিম ‘দেবী’। পুরনো বাড়ির দালানের আদলে তৈরি হয়েছে তাঁদের মণ্ডপ।
আরও পড়ুন: কুমারী মায়ের মুখে মাস্ক নেই, উদ্বেগের জবাবে ‘আধ্যাত্মিক’ যুক্তি বেলুড় মঠের
আরও পড়ুন: নীল শার্ট, ডেনিম আর মাস্ক পরে মন্ডপে মহারাজ