Kolkata Bus Accident

বিবাদী বাগের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাস দুর্ঘটনা! জখম মেট্রোরেলের তিন কর্মী

সকাল সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনা ঘটে বিবাদী বাগের মোড়ে। বাসে বেশ কিছু যাত্রী ছিলেন। তাঁদেরও কেউ কেউ অল্পবিস্তর জখম হন বলে খবর। বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১০:৩৫
Share:

অফিস পাড়ায় দুর্ঘটনা। বাসের ধাক্কায় ভেঙে গিয়েছে মেট্রোরেলের ঘেরাটোপ। নিজস্ব চিত্র।

ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মাণস্থলের ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়ল সরকারি বাস। বুধবার সকালে বিবাদী বাগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে। শিয়ালদহ থেকে ঠাকুরপুকুর যাওয়ার বাস ‘এস৩এ’ আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মেট্রোরেলের কাজের জন্য ঘিরে রাখা এলাকায়। বাসের ধাক্কায় জখম হন মেট্রোর কাজে নিযুক্ত তিন কর্মী। তাঁদের এসএসকেএম হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে বিবাদী বাগের মোড়ে। বাসে সেই সময় বেশ কিছু যাত্রীও ছিলেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় সরকারি বাসের কাচ ফুঁড়ে ভিতরে ঢুকে এসেছে মেট্রো প্রকল্পের কাজের জন্য মাটিতে পুঁতে রাখা লোহার রড। ভেঙে গিয়েছে বাসের সামনের কাচও। বাসের যাত্রীদের অনেকেই এই ঘটনায় অল্পবিস্তর জখম হন বলে খবর। তবে তাঁদের আঘাত গুরুতর নয়।

অন্য দিকে, মেট্রো রেলের কাজ শুরু হয়ে গিয়েছিল সকাল থেকেই। নির্মাণের কাজে নিযুক্ত কর্মীরা সেই সময় ওই এলাকাতেই ছিলেন। আচমকা বাসের ধাক্কায় গুরুতর জখম হন তাঁদের মধ্যে তিন জন। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে বাসের চালককে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায় থানায়। হাসপাতাল সূত্রে জানা যায়, তিন মেট্রো-কর্মীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাসের চালককে জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement