ফাইল চিত্র
রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসার অনুমোদন এবং সরকারি সুযোগ সুবিধার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি করল ‘পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মঞ্চ’।
সংগঠনের অভিযোগ, মঙ্গলবার সকালে চেতলা, হাজরা, বালিগঞ্জের মতো এলাকায় বিক্ষোভ কর্মসূচি শুরু করতেই পুলিশ শিক্ষকদের উপরে চড়াও হয় ও তাঁদের গ্রেফতার করে। সংগঠনের সম্পাদক মইদুল ইসলাম বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্যের ১০০০ মাদ্রাসার অনুমোদন দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ৬৩০টি মাদ্রাসার পরিদর্শন হয়ে গেলেও কোনটিই সরকারি অনুমোদন পায়নি। সেই দাবিতেই শহরের বিভিন্ন প্রান্তে এ দিন অনুমোদনহীন মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষক-শিক্ষিকা মিলে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলাম। কিন্তু পুলিশ কয়েক জন শিক্ষকের উপরে চড়াও হয়ে তাঁদের গ্রেফতার করেছে।” যদিও পুলিশ বিক্ষোভকারীদের নিগ্রহের অভিযোগ অস্বীকার করেছে।
বিক্ষুব্ধ শিক্ষকদের অভিযোগ, বিনা বেতনে তাঁরা ওই মাদ্রাসায় পড়াচ্ছেন। পড়ুয়ারাও মিড ডে মিল-সহ কোনও সরকারি সুযোগ সুবিধা পায় না।
এ দিনের বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশি অনুমতি ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে মইদুল বলেন, “আমরা অনুমতি চেয়ে চিঠি পাঠালেও পুলিশ উত্তর দেয়নি।” গ্রেফতার হওয়া শিক্ষক শিক্ষিকাদের অবশ্য রাতে ছেড়ে দেয় লালবাজার।