পাঁচামিতে কাল গণ-কনভেনশন

জনজাতিদের জীবন-জীবিকা বিপন্ন করে খনির কাজ করা যাবে না, এই দাবিতেই শুরু হয়েছে আন্দোলন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৯ ২০:০১
Share:

—ফাইল চিত্র।

পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা ছাড়া খনি প্রকল্পের কাজ শুরু করা যাবে না, এই দাবিতে পাঁচামিতে গণ-কনভেনশন হচ্ছে কাল, শনিবার। সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা বিকাশরঞ্জন ভট্টাচার্য, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, চঞ্চল চক্রবর্তী, সুনীল সোরেন প্রমুখ। ডেউচা পাঁচামি খনি প্রকল্প হওয়ার কথা মোট ১১ হাজার একর জমিতে, যার মধ্যে সরকারকে ৯ হাজার একর অধিগ্রহণ করতে হবে। ‘সেভ ডেমোক্র্যাসি’ ও আদিবাসী গাঁওতা-র বক্তব্য, খনি প্রকল্পের মধ্যে জনজাতি অধ্যুষিত ৩৪টি গ্রাম, চাষের জমি, বনভূমি ও জলাশয় পড়ছে। জনজাতিদের জীবন-জীবিকা বিপন্ন করে খনির কাজ করা যাবে না, এই দাবিতেই শুরু হয়েছে আন্দোলন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement