ছবি: উপালি মুখোপাধ্যায়।
কলেজ স্কোয়্যার থেকে ‘আমরা তিলোত্তমা’র মিছিল পৌঁছল ধর্মতলায়।
মিছিল শেষ হওয়ার পর ধর্মতলার প্রতিবাদ মঞ্চে প্রতিবাদীরা। ছবি: উপালি মুখোপাধ্যায়।
বিচারের দাবি থেকে টলানো যাবে না: স্বস্তিকা মুখোপাধ্যায়
সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে: অপর্ণা সেন
আমাদের আন্দোলন চলবে: অপরাজিতা আঢ্য
মিছিল থেকে স্লোগান উঠল, “দফা এক, দাবি এক, সব দোষী শাস্তি পাক।”
মিছিলে শামিল খুদে প্রতিবাদীও।
ছবি: প্রিয়ঙ্কর দে।
মিছিলে যোগ দিলেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
মিছিলে সৃজিত মুখোপাধ্যায়। ছবি: উপালি মুখোপাধ্যায়।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিলে শামিল হলেন রূপান্তরকামীরাও। মিছিলে দেখা গেল রামধনু রঙের পতাকাও।
ছবি: প্রিয়ঙ্কর দে।
মিছিল থেকে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। তা ছাড়াও প্রতিবাদ মিছিল থেকে ‘প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই’-এর মতো স্লোগানও শোনা যাচ্ছে।
স্লোগান দিচ্ছেন এক প্রতিবাদী। রবিবার কলেজ স্কোয়্যারে। ছবি: প্রিয়ঙ্কর দে।
“সেলেব্রিটি নয়, মিছিলে সাধারণ মানুষ হিসাবে যোগ দিয়েছি।” বললেন অভিনেত্রী চৈতি ঘোষাল।
—নিজস্ব চিত্র
মিছিলে শামিল হল শিশুরাও। কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারা অভিভাবকদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন।
‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা পোস্টার হাতে নিয়ে এক শিশু। রবিবার দুপুরে কলেজ স্কোয়্যারে। ছবি: উপালি মুখোপাধ্যায়।
কলেজ স্কোয়্যার থেকে মিছিলে যোগ দিলেন অপর্ণা সেন।
স্বেচ্ছাসেবীদের মাথায় বেগনি পট্টি। তার উপরে সাদা রঙে লেখা ‘তিলোত্তমা’।
—নিজস্ব চিত্র
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে পথে নামছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের একাংশ। ‘আমরা তিলোত্তমা’র ব্যানারে হওয়া প্রতিবাদ মিছিলে শুরু হবে দুপুর ৩টেয়, কলেজ স্কোয়্যার থেকে। শেষ হবে ধর্মতলায়। মিছিল শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উদ্যোক্তাদের। ইতিমধ্যেই কলেজ স্কোয়্যারে পৌঁছে গিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী।
মিছিল শুরু হওয়ার আগে রাস্তার উপরে লেখা হচ্ছে ‘আমরা তিলোত্তমা’। —নিজস্ব চিত্র