প্রতীকী ছবি
ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া বা কামরার মধ্যে মদ্যপান-মাদক সেবন— বন্ধ করা যাচ্ছে না কোনও ভাবেই। এ বার তাই সেই অপরাধ রুখতে পদযাত্রার আয়োজন করল পুলিশ। শুক্রবার এক দিকে বিধাননগর স্টেশন থেকে দমদম স্টেশন এবং অন্য দিকে বারাসত থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত রেললাইন সংলগ্ন বাসিন্দা এবং যাত্রীদের সচেতন করতে পথে নামে পুলিশ। আর রেলপাড়ের বাসিন্দা এবং যাত্রীরাও কথা দিলেন, এমন কিছু ঘটতে দেখলে প্রতিবাদ করবেন।
সম্প্রতি শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ দক্ষিণ এবং হাওড়া শাখায় ট্রেন লক্ষ্য করে পাথর ও নোংরা ছোড়ার অভিযোগ ওঠে। পাথরের আঘাতে জখমও হন কয়েক জন যাত্রী। দোলের দিন পার্ক সার্কাস স্টেশনে ট্রেন লক্ষ্য করে ছোড়া নোংরা লাগে এক মহিলা যাত্রীর গায়ে। ওই দিনই শিয়ালদহ ও দমদমের মাঝে বারাসত লোকালের কামরায় বসে দুই ব্যক্তির মদ্যপানের ভিডিয়ো ভাইরাল হয়। এর পরেই নড়েচড়ে বসে রেল।
রেল সূত্রের খবর, এ ধরনের ঘটনা রুখতে এ দিন বিধাননগর থেকে বারাসত পর্যন্ত সমস্ত স্টেশনে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে প্রচার করা হয়। বিধাননগর থেকে যাত্রী এবং এলাকাবাসীদের সচেতন করার কাজ চলে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিন্ময় পাল বলেন, ‘‘এখন থেকে শুধু ট্রেনের কামরাতেই নয়, রেল চত্বরেও কাউকে মদ্যপান ও মাদক নিতে দেখলে দায়িত্ব নিয়ে রেল পুলিশকে জানাব।’’