Ambulance

অ্যাম্বুল্যান্স জোগাড় করবে বেসরকারি হাসপাতাল, বলল রাজ্য

করোনা আক্রান্ত রোগীদের অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া নিয়ে মঙ্গলবার কলকাতা পুরসভায় এক বৈঠকে এ কথা জানিয়েছেন শহরে করোনা প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০২:১৪
Share:

প্রতীকী ছবি।

করোনা পরিস্থিতিতে অনেক সময়েই অভিযোগ উঠছে, অন্য রোগে আক্রান্তদের জন্য অ্যাম্বুল্যান্স পেতে রোগীর পরিজনেদের চড়া টাকা দিতে হচ্ছে। এমনকি কোনও কোনও ক্ষেত্রে অ্যাম্বুল্যান্স পাওয়াও যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে, অন্য অসুখ নিয়ে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি থাকা কারও যদি করোনা ধরা পড়ে, সে ক্ষেত্রে ওই হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষকেই সরাসরি স্বাস্থ্য ভবনে যোগাযোগ করে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে হবে। এই পরিষেবা পেতে হলে যে বিজ্ঞাপিত নম্বর দেওয়া রয়েছে, সেখানে জানাতে হবে। তার পরে তাঁরাই কোনও কোভিড হাসপাতালে শয্যার ব্যবস্থা করে রোগীকে পাঠাবেন। এর জন্য নন কোভিড হাসপাতাল এবং নার্সিংহোমগুলির সঙ্গে আলোচনা করবে স্বাস্থ্য দফতর।

Advertisement

করোনা আক্রান্ত রোগীদের অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া নিয়ে মঙ্গলবার কলকাতা পুরসভায় এক বৈঠকে এ কথা জানিয়েছেন শহরে করোনা প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের গ্লোবাল অ্যাডভাইজ়রি বোর্ডের সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরী এবং পুর আধিকারিকেরা।

আলাপনবাবু জানান, কোভিড হাসপাতালে শয্যার ব্যবস্থা করে তবেই অন্য হাসপাতাল বা নার্সিংহোম থেকে করোনা আক্রান্ত রোগীদের সেখানে পাঠানো যাবে। তাঁর দাবি, ‘‘খুব জরুরি না-হলে একটু ধৈর্য ধরলেই কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য ভবনের মধ্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা পাওয়া সম্ভব।’’

Advertisement

এ দিনের বৈঠকে ঠিক হয়েছে, অ্যাম্বুল্যান্সের সংখ্যা বাড়ানো হবে। সেগুলি কোথায় যাচ্ছে, জিপিএস-এর মাধ্যমে তা দেখবেন কলকাতা পুর কর্তৃপক্ষ। তবে এই পরিষেবা পেতে হলে স্বাস্থ্য ভবন এবং পুরসভার যে নম্বর রয়েছে, সেখানে

যোগাযোগ করতে হবে। স্বরাষ্ট্রসচিব জানান, শুধু কলকাতা পুর এলাকার জন্য কিছু দিনের মধ্যেই ১১৫টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করবে স্বাস্থ্য ভবন। আপাতত পুরসভা এবং বেসরকারি সংস্থা মিলিয়ে মোট ৩০টি অ্যাম্বুল্যান্স কাজ করছে। তাঁর দাবি, কলকাতা পুর কর্তৃপক্ষ এবং রাজ্য স্বাস্থ্য দফতর সমন্বয় সাধন করে কাজ করলে এই পরিষেবা পেতে অসুবিধা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement