Presidency University

ক্লাস বন্ধ প্রেসিডেন্সিতে

সোমবার বিক্ষোভকারীরা জানান, অভিযোগ থাকা সত্ত্বেও ওই শিক্ষক স্নাতক এবং স্নাতকোত্তরে প্রথম বর্ষের ক্লাস নিচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪০
Share:

ফাইল চিত্র।

তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আগেই উঠেছিল। প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবজ্ঞানের সেই শিক্ষকের স্নাতক স্তরের দ্বিতীয় ও তৃতীয় বর্ষ এবং স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ক্লাস বয়কট করছেন পড়ুয়ারা। এ বার তাঁর সমস্ত ক্লাস বয়কটের দাবি তুলে অবস্থানে বসলেন একদল পড়ুয়া। গোটা বিষয়টি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকেও (আইসিসি)। সোমবার বিক্ষোভকারীরা জানান, অভিযোগ থাকা সত্ত্বেও ওই শিক্ষক স্নাতক এবং স্নাতকোত্তরে প্রথম বর্ষের ক্লাস নিচ্ছেন। ওই দু’টি বর্ষের ক্লাসও যাতে তিনি না নিতে পারেন, সেই দাবিতেই তাঁদের অবস্থান। তাঁরা জানান, তদন্ত-রিপোর্ট বেরোনো পর্যন্ত যেন অভিযুক্ত শিক্ষক ওই দুই বর্ষের ক্লাস নিতে না পারেন, সে ব্যাপারটি তাঁরা আইসিসি-কে লিখিত ভাবে জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement