এত দিন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছিলেন পুলিশকর্মীরা। এ বার এক পুলিশকর্মীর হাতেই মার খেলেন তিন পুলিশকর্মী। বুধবার, পর্ণশ্রী থানায়। অভিযুক্ত পুলিশকর্মী মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ও তাঁর ভাই সুকোমল গ্রেফতার হয়েছেন।
লালবাজার সূত্রের খবর, মৃত্যুঞ্জয় দক্ষিণ-পূর্ব ট্রাফিক গার্ডের কনস্টেবল। যাঁদের মারা হয়েছে, তাঁদের নাম মুনাফার হোসেন, জামালউদ্দিন ও বাপ্পাদিত্য হালদার। তাঁরা পর্ণশ্রী থানার কনস্টেবল। কলকাতা পুলিশের এক শীর্ষকর্তার কথায়, ‘‘বৃহস্পতিবার ওই ঘটনা শুনে অবাক হয়েছি। আমার কর্মজীবনে এমন বড় একটা শুনিনি।’’
পুলিশ সূত্রে খবর, উপেন ব্যানার্জি রোডে মৃত্যুঞ্জয়ের পৈতৃক বাড়ি। বুধবার থানা খবর পায়, মৃত্যুঞ্জয় ও সুকোমল অন্য ভাইদের পেটাচ্ছেন। থানার মোটরবাইক বাহিনীর তিন কর্মী পৌঁছন। তখন তাঁদের মারধর শুরু করেন মৃত্যুঞ্জয় ও সুকোমল। খবর পেয়ে আরও পুলিশ গিয়ে মৃত্যুঞ্জয় ও সুকোমলকে ধরে আনে। বেঞ্চে বসতে বলা হলে সপাটে এক পুলিশকর্মীকে চড় মারেন মৃত্যুঞ্জয়। তার পরে ডিউটি অফিসারের টেবিল উল্টে দেন দুই অভিযুক্ত। পরে অবশ্য দু’জনকে জোর করে লক-আপে ঢোকানো হয়।