দম্পতি খুনে চার্জশিট দিল পুলিশ

লালবাজার সূত্রের খবর, চার্জশিটে তদন্তকারীরা জানিয়েছেন, সেই রাতে বৃদ্ধা গৃহকর্ত্রীকে প্রথমে পিছন থেকে আঘাত করে হামরাজ। মহিলা মাটিতে পড়ে যেতেই তাঁকে ধর্ষণ করে সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ০২:১৫
Share:

দিলীপ এবং স্বপ্না মুখোপাধ্যায়।

নেতাজিনগরের প্রবীণ দম্পতিকে খুনের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ৮৭ দিনের মাথায় বৃহস্পতিবার আলিপুর আদালতে পুলিশ ওই চার্জশিট জমা দিয়েছে অভিযুক্ত মহম্মদ হামরাজ আলম ওরফে তুরুয়া ওরফে আলমের বিরুদ্ধে।

Advertisement

লালবাজার সূত্রের খবর, চার্জশিটে তদন্তকারীরা জানিয়েছেন, সেই রাতে বৃদ্ধা গৃহকর্ত্রীকে প্রথমে পিছন থেকে আঘাত করে হামরাজ। মহিলা মাটিতে পড়ে যেতেই তাঁকে ধর্ষণ করে সে। এক তদন্তকারী জানান, ধর্ষণের পরে ওই বৃদ্ধার উপরে ভয়াবহ যৌন অত্যাচার চালায় হামরাজ। তার পরে বৃদ্ধাকে খুন করে দোতলায় গিয়ে বৃদ্ধকেও খুন করে সে। পুলিশ চার্জশিটে খুন ও লুটপাটের সঙ্গে ধর্ষণের ধারাও যুক্ত করেছে।

গত ৩০ জুলাই সকালে নেতাজিনগর থানা এলাকার ওই দোতলা বাড়ির একতলায় সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধা। দোতলায় বিছানায় বালিশ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্বামীকে। পুলিশ জানায়, দেহ উদ্ধারের আগের রাতেই খুন করা হয় ওই দম্পতিকে। চার্জশিটে পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যেই খুন করেছে হামরাজ। মোট তিনশো পাতার ওই চার্জশিটে ৫০ জনেরও বেশি বয়ান নথিবদ্ধ রয়েছে। ঘটনার চার দিনের মাথায় বিহারের কাটিহার থেকে ধরা হয় পেশায় মিস্ত্রি হামরাজকে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তকে হেফাজতে রেখেই বিচারপর্ব শেষ করতে চান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement