Unnatural Death

বাড়ি থেকে মিলল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ

তদন্তে পুলিশ জেনেছে, রবিবার রাতে এক যুবকের সঙ্গে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময় করেছিলেন ওই তরুণী। তিনি ওই যুবককে ভিডিয়ো অন করতে বলেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৬:১৭
Share:

—প্রতীকী চিত্র।

পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকার একটি বাড়ি থেকে সোমবার এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম মল্লিকা দাস (২২)। পুলিশ জানায়, ওই তরুণী আদতে বাঁকুড়ার বাসিন্দা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি হাসপাতালে নার্সিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন তিনি। সেই সুবাদে কলকাতায় থাকছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর ফোন থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে অবশ্য তিনি মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ঘটনার পিছনে প্রেমঘটিত কোনও কারণ থাকতে পারে বলে পুলিশের ধারণা।

Advertisement

তদন্তে পুলিশ জেনেছে, রবিবার রাতে এক যুবকের সঙ্গে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময় করেছিলেন ওই তরুণী। তিনি ওই যুবককে ভিডিয়ো অন করতে বলেছিলেন। তবে, যুবকটি রাজি হননি। পুলিশ জানায়, মল্লিকার মৃত্যুর খবর পেয়ে বাঁকুড়ার তালড্যাংড়া ব্লকের হাড়মাসড়া গ্রাম থেকে এ দিন কলকাতায় আসে তাঁর পরিবার। বাবা সমীর দাস চাষবাস করেন। প্রতিবেশী নন্দদুলাল লায়েক জানান, মল্লিকা খুব ভাল স্বভাবের মেয়ে ছিলেন। পাশাপাশি, পড়াশোনাতেও ভাল ছিলেন। তাঁর স্কুল, হাড়মাসড়া হাইস্কুলের শিক্ষক মৃন্ময় চক্রবর্তী বলেন, “পড়াশোনার পাশাপাশি মল্লিকা স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিত। খবরটা শুনে খুবই খারাপ লাগছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement