পানশালায় হানা, গ্রেফতার ১৫

মাস দু’য়েক আগে ভিআইপি রোডের ধারের পানশালাগুলিতে লাগাতার হানাদারি শুরু করেছিল পুলিশ। অভিযোগ উঠেছিল, সেখানে বিনা লাইসেন্সে নাচগান এবং তার আড়ালে কোথাও কোথাও দেহব্যবসাও চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৯
Share:

মাস দু’য়েক আগে ভিআইপি রোডের ধারের পানশালাগুলিতে লাগাতার হানাদারি শুরু করেছিল পুলিশ। অভিযোগ উঠেছিল, সেখানে বিনা লাইসেন্সে নাচগান এবং তার আড়ালে কোথাও কোথাও দেহব্যবসাও চলে। পুলিশ দাবি করেছিল, তাদের হানাদারির পরে ওই সব পানশালায় নাচগান বন্ধ হয়েছে। কিন্তু তা যে ঠিক নয়, ফের তার প্রমাণ মিলল সোমবার।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে ওই রাতে ভিআইপি রোডের উপরে একটি পানশালায় হানা দিয়ে ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৯ জন মহিলা। পাওয়া গিয়েছে নগদ প্রায় এক লক্ষ টাকাও। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই জানিয়েছেন, লাইসেন্স ছাড়াই ওই পানশালায় নাচ-গান চলছিল। পানশালার মালিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement