প্রতীকী ছবি।
ফের ১০০ নম্বরে ফোন পেয়ে এক যুবককে আত্মঘাতী হওয়ার হাত থেকে বাঁচাল পুলিশ।
বুধবার রাত ২টো নাগাদ কলকাতা পুলিশের ১০০ নম্বরে ডায়াল করেন এক যুবক। পুলিশকে তিনি জানান, পর্ণশ্রীর বাসিন্দা তাঁর এক বন্ধু আত্মহত্যা করতে চলেছেন। ওই বাড়িতে যুবক ছাড়া আর কেউ থাকেন না। খবর পেয়েই লালবাজার থেকে ফোন করা হয় পর্ণশ্রী থানায়। সেই সময়ে ডিউটিতে থাকা সার্জেন্ট প্লাদেন ভুটিয়া সঙ্গে সঙ্গে ওই যুবকের ঠিকানা খুঁজে বার করেন। ঠিকানা পেয়েই তিনি কয়েক জন পুলিশকে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছন। কিন্তু বাড়িতে অন্য কেউ না থাকায় ওই সার্জেন্ট বাইরে থেকে পাইপ বেয়ে তেতলা আবাসনে উঠে যুবকের ঘরের দরজা ভাঙেন। তার পরে তাঁকে নামিয়ে আনেন।
পুলিশ জানিয়েছে, ওই সময়ে ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হতে যাচ্ছিলেন। সেই অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে থানায় এনে সাময়িক ভাবে সুস্থ করা হয়। তাঁর কাছ থেকে তাঁর মা এবং দাদার নম্বর নিয়ে রাতেই তাঁদের ফোন করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবহণের ব্যবসায়ী ওই যুবক পর্ণশ্রীর এই ফ্ল্যাটে গত ৫-৬ বছর ধরে থাকেন। কিছু পারিবারিক সমস্যা হওয়ায় স্ত্রী এবং মেয়ে পটনায় ওই যুবকের শ্বশুরবাড়িতে চলে গিয়েছেন মাস কয়েক আগেই। তার পর থেকে তিনি একাই থাকছিলেন বলে খবর।
বুধবার রাতের ওই ঘটনার পরেই পুলিশ যুবককে প্রাথমিক ভাবে কাউন্সেলিং করায়। পরে রাতেই খিদিরপুর থেকে ওই যুবকের মা এবং দাদা থানায় এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় যুবককে।