প্রতীকী ছবি।
ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। লালবাজার জানিয়েছে, মৃতের নাম শঙ্কর চক্রবর্তী (৫৫)। তিনি ব্যাঙ্কশাল আদালতে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে মারা যান শঙ্করবাবু। ২০ তারিখ বুকে ব্যথা নিয়ে তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষায় জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিছু দিন ধরেই ওই পুলিশকর্মীর অবস্থা সঙ্কটজনক ছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লালবাজারের শীর্ষ কর্তারা।
পুলিশ সূত্রের খবর, গত মার্চ থেকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের ২৩ জন কর্মী-অফিসারের। এখনও হাসপাতালে ভর্তি ১১ জন। এখনও পর্যন্ত বাহিনীতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৪০০ পুলিশকর্মী।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, যাঁরা হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। অন্য দিকে, বুধবারই করোনায় আক্রান্ত হয়ে মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৈয়দ ওয়াকার রাজা।